জেলার খবরসর্ম্বধনাস্বাস্থ্য

চাঁদপাড়ার প্রণবানন্দ পাঠচক্রে রক্ত দিলেন ৪৮ জন

নীরেশ ভৌমিক: রক্তের কোন বিকল্প নেই মানুষের প্রয়োজনে মানুষকে রক্ত দিতে হয়। তাই রক্তদান জীবন দান, রক্তদান মহৎ দান। এই আদর্শকে সামনে রেখে গত ২৯ সেপ্টেম্বর এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে গাইঘাটা ব্লকের চাঁদপাড়ার দেবীপুর এর অন্যতম সমাজসেবি সংগঠন স্বামী প্রণবানন্দ পাঠচক্র কর্তৃপক্ষ।

সংগঠনের সভাপতি অভিজিৎ বিশ্বাস জানান, এদিনের আয়োজিত রক্তদান শিবিরে বনগাঁ জে,আর,ধর হাসপাতাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী’গণ ৪৮ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন।

উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শিবিরে আসেন বিশিষ্ট সমাজকর্মী দেবদাস মন্ডল, চন্দ্রকান্ত দাস, অসীম বসু, শিক্ষক প্রশান্ত রায়, অপূর্ব লাল মজুমদার, ছিলেন স্থানীয় সাংসদ ও বিধায়ক শান্তনু ঠাকুর ও স্বপন মজুমদার প্রমূখ।

বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে প্রণবানন্দ পাঠচক্রের সদস্যদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করে আয়োজিত রক্তদান উৎসবের সাফল্য কামনা করেন।

রক্তদান উপলক্ষে এদিনের আয়োজিত শিবির অঙ্গনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ছোট-বড় শিল্পী’গণ সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তিকার সঞ্জীব দাস ও দিলীপ বিশ্বাসের পরিচালনায় এবং এলাকার বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সার্থক হয়ে ওঠে এদিনের সমগ্র কর্মসূচী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *