শারদোৎসবে অন্নদান ও বস্ত্রদান চাঁদপাড়া শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশনের
নীরেশ ভৌমিক: আসন্ন শারদোৎসবে সকলের মুখে হাসি ফোটাতে বিগত বছরের মত এবারও দুর্গাপুজোর প্রাক্কালে বস্ত্রদান এবং সেই সঙ্গে অন্নদানের আয়োজন করে চাঁদপাড়ার অন্যতম সমাজসেবি সংস্থা শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশনের সদস্য’গণ।
গত ৬ অক্টোবর স্থানীয় ঢাকুরিয়া হাইস্কুল মাঠে আয়োজিত সংগঠনের অন্ন ও বস্ত্রদান কর্মসূচীর সূচনা করেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার, ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ প্রশিক্ষক প্রদীপ বিশ্বাস।সংগঠনের সভাপতি দীপঙ্কর দাস ও সম্পাদক রাকেশ মণ্ডল উপস্থিত সকলকে স্বাগত জানান।
বিডিও নীলাদ্রি বাবু অ্যাসোসিয়েশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজিত মহতী কর্মসূচীর সাফল্য কামনা করেন। সেই সঙ্গে উপস্থিত কয়েকজন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এদিন চাঁদপাড়া, বনগাঁ সহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক দরিদ্র মানুষের হাতে ধুতি, শাড়ি গেঞ্জি এবং ছোটদের নতুন পোশাক তুলে দেন উদ্যোক্তারা এবং সেই সঙ্গে সকলের হাতে খাবারের প্যাকেটও তুলে দেওয়া হয়।
অন্যতম সংগঠক গোপাল সিকদার জানান, উপস্থিত কয়েকজন প্রতিবন্ধীর হাতেও পোশাক ও খাবার তুলে দেওয়া হয়েছে। সম্পাদক রাকেশ বাবু জানান, অসহায়, দুস্থ মানুষের সাথে- মানুষের পাশে আমরা আছি দিনে ও রাতে।
দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষজনের যে কোনো সমস্যায় অ্যাসোসিয়েশনের সদস্য’গণ সর্বদাই পাশে থাকবেন বলে সম্পাদক শ্রীমণ্ডল আরো জানান। এদিনের অবিশ্রান্ত বর্ষণ সত্বেও সংগঠনের সদস্যদের আন্তরিক প্রয়াসে সমস্ত কর্মসূচী সার্থকতা লাভ করে।