ইফাকোর ‘জেলা সমবায় সম্মেলন’ অনুষ্ঠিত হল গাইঘাটার মধুসূদনকাটি সমবায়ে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : জেলা তথা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য গাইঘাটা ব্লকের মধুসূদনকাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ইফকোর উদ্যোগে গত ১৮ই অক্টোবর অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনা জেলা সমবায় সম্মেলন।
সম্মেলনে জেলার বিভিন্ন সমবায় সমিতির ৭৬ জন ডিরেক্টর এবং ইফকোর পাইকারি সার বিক্রেতা গণ উপস্থিত ছিলেন। সভায় পৌরহিত্য করেন মধুসূদনকাটি সমবায় সমিতির চেয়ারম্যান কালিপদ সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় সমিতির ইউনিয়নের অন্যতম ডিরেক্টর দুলাল চন্দ্র ভট্টাচার্য, ছিলেন ইফকোর গভর্নিং বডির (RG.B) অন্যতম সদস্য বিশিষ্ট সমবায়ী অমল কুমার বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, ভবসিন্ধু বিশ্বাস ও আব্দুল হাকিম সহ আরও অনেকে।
সভায় ইফকোর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্ষেত্রীয় প্রবন্ধক মি: রিতেশ ঝা ছাড়াও উপস্থিত ছিলেন স্বপন মান্না ও চয়ন ভট্টাচার্য প্রমুখ। বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মি: ঝা সমবেত সমবায়ী ব্যক্তিবর্গের সামনে ভারতবর্ষের প্রাচীন এবং ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা
ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার (IFFCO) কো-অপারেটিভ লিমিটেড এর প্রস্তুত জমি ও ফসলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যানো ইউরিয়া ন্যানো ডি এ পি (তরল) সারের গুণাগুণ ও প্রয়োগ পদ্ধতি বিস্তারিতভাবে ব্যক্ত করেন।
সেই সঙ্গে ইফকোর সাগরিকা, বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ সহ বিভিন্ন কীটনাশকের গুনাগুন ও ব্যবহারের পদ্ধতি ও সমবেত সমবায়ীদের সামনে তুলে ধরেন। এদিনের জেলা সমবায় সম্মেলনে উপস্থিত সমবায় ব্যক্তিগণের মধ্যে সভা ও আলোচনাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।