দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে অনুষ্ঠিত হল ইফকোর কৃষক সভা
নীরেশ ভৌমিক : গত ২২ অক্টোবর দক্ষিণ ২৪ পর পরগনার ভাঙরের ১নং ব্লকের চন্দনেশ্বরের ইফকো বাজারে অনুষ্ঠিত হয় এক কৃষক সভা। ভারতবর্ষের প্রাচীন এবং ভারতবর্ষের ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স- ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেড (IFFCO) এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কৃষক সভায় ব্লকের বিভিন্ন গ্রামের ৪৭ জন কৃষিজীবী মানুষ অংশগ্রহণ করেন।
সভায় ইফকোর রাজ্য দফতরের অন্যতম আধিকারিক দেবাশিষ দত্ত, এম কে সি, সৌমেন পাত্র সহ উপস্থিত ছিলেন ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার রীতেশ ঝা। সভার উপস্থিত ইফকোর বিশিষ্ট আধিকারিকগণ সংস্থার যুগান্তকারী আবিষ্কার সাবের গুনাগুন এবং ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের গুণাগুণ ও ব্যবহার পদ্ধতি বিস্তারিত ভাবে সমবেত কৃষকদের সামনে তুলে ধরেন।
সেই সঙ্গে ইফকোর সাগরিকা, বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ এবং বিভিন্ন কীটনাশকের ব্যবহার সম্পর্কেও বিষদে ব্যাক্ত করেন বিশিষ্ট সার ও কৃষি বিশেষজ্ঞ মিঃ ঝা। ১০০ শতাংশ জলে গোলা সার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) এর গুনাগুন এবং প্রয়োজনে তা ড্রোন এর মাধ্যমে ফসলে স্প্রে করার বিষয়টিও সমবেত কৃষকদের সামনে তুলে ধরেন রীতেশ জী।
সেই সঙ্গে তিনি আরও জানান, ইফাকোর সাগরিকা সার উদ্ভিদ ও গাছের সুষম বিকাশ ঘটায়। এদিনের কৃষক সভাকে ঘিরে উপস্থিত কৃষিজীবীদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।