গোবরডাঙ্গায় শিল্পী সংসদের গ্রন্থ প্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : গত ২৭ অক্টোবর গোবরডাঙ্গার গবেষণা পরিষদের রাখালদাস বন্দ্যোপাধ্যায় সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও গবেষক বাসুদেব মুখোপাধ্যায় ও কল্পনা পাল সম্পাদিত প্রতিবেশী (নবপর্যায়) পত্রিকাটি শারদীয়া সংখ্যাটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়।
পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গবেষণা পরিষদের প্রাণপুরুষ বিশিষ্ট শিক্ষাব্রতী দীপক কুমার দাঁ,
প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, বিজ্ঞান সেবক ডঃ সুনীল বিশ্বাস, বিশিষ্ট কবি সুভাষ সরকার প্রমুখ। উদ্যোক্তা বাসুদেব মুখোপাধ্যায় উপস্থিত সকলকে স্বাগত জানান।
শিল্পী সংসদের সদস্যরা সকলকে পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদানে বরণ করে নেন। বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে কাব্য সাহিত্যের চর্চায় গোবরডাঙ্গা লেখক শিল্পী সংসদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ
জানান।শিল্পী সংসদের পক্ষ থেকে এদিন বর্ষিয়ান কবি গোবিন্দ প্রান্তি ও বিশিষ্ট সমাজসেবি গোবিন্দলাল মজুমদারকে স্মারক উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।
মনোজ্ঞ অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও অনুগল্প পাঠের অংশ নেন প্রবীন কবি দেবেশ সরকার, রঞ্জিত মালো ও পাঁচু গোপাল হাজরা, তারাশঙ্কর আচার্য, সোহরার হোসেন, আব্দুল্লাহ মন্ডল ডাঃ অভিষেক দা প্রমূখ।
বিশিষ্ট আবৃত্তিকার উজ্জ্বল মণ্ডলের কন্ঠে মনিভূষণ ভট্টাচার্যের কবিতা আবৃত্তি এবং গল্পকার কেয়া দত্তের কন্ঠে স্বরচিত অনুগল্প পাঠ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।