গাইঘাটায় তৃণমূলের বিজয়া সম্মিলনী
নীরেশ ভৌমিক : গত ২৭ আগস্ট চাঁদপাড়ায় গাইঘাটা থানা মার্কেটিং এর অনুষ্ঠান গৃহে মহাসমারোহে অনুষ্ঠিত হয় গাইঘাটা ব্লক-২ তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজিত বিজয়া সম্মেলন। এদিন মধ্যাহ্নে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে দলীয় নেতা-কর্মীগণ সম্মেলনে যোগ দেন।
দলে ব্লক-২ সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল বিশ্বাস সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপস্থিত জেলা ও ব্লক নেতৃত্ব এবং ত্রিস্তর পঞ্চায়েতের দলীয় প্রধান ও উপ প্রধান, পঞ্চায়েত সমিতির ও জেলা পরিষদের সদস্য সদস্যা’গণকে ব্লক সভাপতি শ্রীবিশ্বাস পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদানে বরণ করেন।
সম্মেলনে দলের বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ দক্ষিণের ভূতপূর্ব বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, যুব নেতৃত্ব নিরুপম রায়, দলীয় জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস,
শম্পা মন্ডল, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও বর্ষিয়ান দলনেতা গোবিন্দ দাস, কর্মাধ্যক্ষ তাপসী ঘোষ, মধুসূদন সিংহ, বাপী দাস, অঞ্জনা বৈদ্য, তৃণমূল শিক্ষক নেতা রবিউল ইসলাম, দেবাশিস ঘোষ, আইএনটিটিইউসির ব্লক সভাপতি সমীর হাজরা
এবং রাজ্য প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ।কানায় কানায় পূর্ণ সম্মেলন হলে সমবেত দলীয় নেতা-কর্মীদের’কে বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের
ধারাবাহিক জয়কে অক্ষুন্ন রাখতে এবং চতুর্থ বারের জন্য রাজ্য সরকার গড়তে এখন থেকেই সমবেত সকল নেতা-কর্মীগণ’কে সচেষ্ট হওয়া এবং সাধারণ মানুষজনের সাথে নিবিড় জনসংযোগ বৃদ্ধির আহ্বান জানান।
এদিনের সম্মেলনে উপস্থিত তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।