মতুয়া সাহিত্যচর্চা ২০২৪ ও আলোর দিশা পত্রিকা প্রকাশ অনুষ্ঠান
নীবেশ ভৌমিক : অনুষ্ঠিত হল মতুয়া সাহিত্যচর্চা ২০২৪ ও আলোর দিশা পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। গত ২৭শে ২০২৪ বেতাই বি আর আম্বেদকর কলেজে বাংলার শতাধিক লেখক কবি সাহিত্য প্রবন্ধকার উজ্জ্বল নক্ষত্র বর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মতুয়া সাহিত্যচর্চা অনুষ্ঠান।
সেই সঙ্গে প্রকাশিত হয় ‘আলোর দিশা পত্রিকা’। সঞ্চালিকা তথা সম্পাদিকা মিঠু মন্ডলের সঞ্চালনায় প্রধান বক্তা কথা-সাহিত্যিক সমুদ্র বিশ্বাস, প্রধান আলোচক গৌতম ব্রহ্ম, ভবানী শংকর রায়,
সফল আনন্দ হালদার, সুকুমার হালদার, রামপ্রসাদ হালদার, কাকলি হালদার, প্রদীপ কুমার দাস; ষষ্ঠী কীর্তনীয়া, ইউসুফ মোল্লা, আজিজুল ইসলাম, লোকো কবি উত্তম সরকার, জয়ন্ত মাঝি, রাজু সরকার,
গোপীনাথ রায় ঠাকুর, গোপাল মন্ডল, বিজয় নস্কর, তাপস তরফদার, ভবানী শংকর মল্লিক, কৃষ্ণপদ বিশ্বাস, জ্যোতির্ময়ী বৈরাগী, সমর ডুবে, হাসানুল জামাল মন্ডল, সবিতা হালদার, ভোলানাথ বর্মন, প্রদীপ মিস্ত্রি প্রমূখ বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে।
নলিনী রঞ্জন রায়, কৃষ্ণপদ বিশ্বাস, শঙ্কর মল্লিক, রাজু সরকার, উৎপল বিশ্বাস, আব্দুল্লাহ সাজি, শ্যামল বেপারী প্রমূখ ব্যক্তিবর্গের ঐকান্তিক সহযোগিতা অনুষ্ঠানটিকে আরো প্রানবন্ত করে।
নাটক উপস্থাপনায় ছিলেন, অপূর্ব পান্ডে, অসিত কুমার ঢালী, মহিতোষ বিশ্বাস, বর্ষা বিশ্বাস, বিশেষ আবৃত্তিকার পলিতা নাক ভট্টাচার্য, নুপুর দাস ও বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়।
মতুয়া গোসাই রবীন্দ্র সাই, নির্মল বনিক, ভীম গোসাই, পরিমল গোসাই এর উপস্থিতি অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলে।