মতুয়া রুরাল ফাউন্ডেশনের বস্ত্রদান ঢাকুরিয়ায়
নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মত এবারও শারদ ও দীপাবলী উৎসব উপলক্ষে এলাকার দরিদ্র মানুষজনের মধ্যে বস্ত্র বিতরণ করে মতুয়া রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সদস্য’গণ।
গত ৩০ অক্টোবর চাঁদপাড়া ঢাকুরিয়ায় অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক ডাঃ সুখেন্দ্র নাথ গাইন এর বাসভবন সংলগ্ন ফাউন্ডেশনের কার্যালয় থেকে এলাকার শ’দুয়েক অসহায় দুঃস্থ মানুষজনের মধ্যে নতুন ধুতি ও শাড়ি-কাপড় প্রদান করা হয়।
বস্ত্র প্রদান অনুষ্ঠানে মতুয়া মহাসংঘ ও ফাউন্ডেশনের বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে সম্পাদক ডাঃ গাইন ছাড়াও ছিলেন প্রবীণ মতুয়া নেতৃত্ব বিপদ ভঞ্জন গোঁসাই ও নীলরতন গোঁসাই, ছিলেন তন্ময় বিশ্বাস, বিকাশ পাঁজি,
শিক্ষক অপূর্ব মজুমদার, অভিজিৎ বিশ্বাস, প্রধানা শিক্ষিকা মাধুরী গাইন, তুলসী ঘোষ, হর কুমার বাইন, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ রায়, সুব্রত বৈদ্য প্রমূখ।
মতুয়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত দুঃস্থ মানুষজনের হাতে বস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান। দীপাবলী উৎসবের প্রাক্কালে নতুন বস্ত্র পেয়ে অতিশয় খুশি অসহায় দরিদ্র মানুষজন।
মতুয়া ভক্ত সীফন ও রীপন বারুই এর আন্তরিক উদ্যোগে মতুয়া রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এদিনের বস্ত্র প্রদান অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।