উদযাপিত হল সমাজ কল্যান মূলক সংগঠন ‘হেলেঞ্চা আলোর দিশারীর’ দীপাবলি আনন্দ উৎসব – ২০২৪
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রতি বছরের মত এ বছরেও বেশ সাড়ম্বরেই পালিত হল হেলেঞ্চা আলোর দিশারী সমাজ কল্যান মূলক সংগঠন দীপাবলি আনন্দ উৎসব – ২০২৪ ।
এ বারে আলোর দিশারীর পক্ষ থেকে ২৩০ জন ব্যাক্তিকে মধ্যাহ্নে মাংস-ভাত খাওয়ানো, ১৫ টা টোটো গাড়িতে করে দুঃস্থ ব্যাক্তিদের নিয়ে পূজো পরিক্রমা করা, ব্যাগ সহ কম্বল, চাদর, জামা, কাপড় মিলিয়ে মোটামুটি ১৯০ জনকে নতুন বস্ত্র দিতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
সেই সাথে ‘হেলেঞ্চা আলোর দিশারী’ আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে ৮০ জন গরীব ও দুঃস্থ ব্যাক্তি ব্লাড সুগার, ব্লাড প্রেসার পরীক্ষা সহ চিকিৎসা সুবিধা নিয়েছেন বলেও জানান আলোর দিশারীর সম্পাদক সুজল বৈদ্য।
এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ প্রণব মল্লিক, ডাঃ সন্দীপ ঘোষ, প্রান্তিক সাহা, স্বপন মন্ডল, রঞ্জিত কুমার রায়, সমরেন্দ্র দেবনাথ, হরিদাস বিশ্বাস, অমিত সরকার, আকাশ বালা, সত্যজিৎ বালা, শক্তি দেবনাথ, প্রিয়া বিশ্বাস, বিনা হীরা প্রমূখ।
সংস্থাটির সম্পাদক সুজল বাবু আরও জানান,”অসহায় দরিদ্র বৃদ্ধ-বৃদ্ধাদের একদিনের জন্য আনন্দ দেওয়ার জন্যই তাঁরা প্রতি বছর ‘কালী তীর্থ’ হেলেঞ্চাতে এই অনুষ্ঠানটি করে থাকেন”।
উক্ত অনুষ্ঠানের নিয়ম অনুসারে একটা নির্দিষ্ট ষ্টলে বিভিন্ন ধরনের পুরনো অথচ ব্যবহারযোগ্য বস্ত্র রাখা হয়েছিল, অনেকেই সেগুলো গরীব ও দুঃস্থ ব্যাক্তিরা তাঁদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করেছেন।
অনুষ্ঠানের অন্তিম লগ্নে সকলের সামনে ‘আতশবাজির রোশনাই’ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।