অনুষ্ঠানজেলার খবরশিক্ষাস্বাস্থ্য

গাইঘাটার গাজনা কিশলয় তরুণতীর্থে প্রশিক্ষণ শিবির

নীরেশ ভৌমিক: শিশু ও কিশোর কল্যাণকামী, স্বেচ্ছাসেবী সংস্থা তরুণতীর্থের রাজ্য প্রশিক্ষক-প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় কিশলয় তরুনতীর্থ প্রাঙ্গনে।

২৫ থেকে ২৭ শে অক্টোবর, ২০২৪ পর্যন্ত আয়োজিত এই শিবিরে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মোট ৬৫ জন অংশগ্রহণ করে।

শিবিরে সমবেত ড্রিল, পিটি, প্যারেড, ছড়া নৃত্য, লোকনৃত্য ইত্যাদি অনুশীলন করা হয়। ২৫ তারিখ সংগঠনের পতাকা উত্তোলন করে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সম্পাদক ভাস্কর বসু।

উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সম্পাদক গমন নস্কর, উপদেষ্টা মৃণাল গুপ্ত ও মদন নন্দী, প্রবীর দাস, সুজিত ব্যানার্জি, রতন সরকার, তাপস কুমার মন্ডল, বিশ্বজিত তা, সুজিত দে প্রমূখ বিশিষ্ট রাজ্য নেতৃবৃন্দ।

এই শিবির উপলক্ষে “তরুণতীর্থ” পত্রিকার একটি বিশেষ সংখ্যা “শিখন সঙ্গী” প্রকাশ করা হয়। সান্ধ্যকালীন সাংগঠনিক আলোচনা পর্বে তরুণতীর্থের ইতিহাস সম্পর্কিত তথ্যনিষ্ঠ আলোচনা করেন বর্ষিয়ান সংগঠক দীপক কুমার সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ কিশোর কুমার বেপারী। রাজ্য সম্পাদক ভাস্কর বসু জানান যে- পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তরুণতীর্থের শাখা আসরের মাধ্যমে শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণের দ্বারা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে।

এছাড়া ওই আসর গুলি বিভিন্ন সামাজিক, শিক্ষা ও পরিবেশ উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত রয়েছে। এই সমস্ত আসরের প্রায় ৪০০ জন প্রতিনিধি ও ভাইবোনদের নিয়ে প্রতিবছর তরুণতীর্থের বার্ষিক সাধারণ শিক্ষা শিবির করা হয়।

এবছরের এই শিবির অনুষ্ঠিত হবে আগামী ২৬ থেকে ৩০শে ডিসেম্বর ২০২৪, মুর্শিদাবাদ জেলার মহুলাতে।

এই বার্ষিক শিক্ষা শিবিরের প্রশিক্ষণ উন্নত মানের, সুষ্ঠ ও পরিকল্পিতভাবে সম্পন্ন করার জন্য কিশলয় তরুণতীর্থ আসরের ব্যবস্থাপনায় উক্ত প্রশিক্ষক-প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *