স্ত্রী ও দিদাশাশুড়িকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, অভিযুক্ত স্বামী পলাতক
নদিয়ার কালীগঞ্জ থানার পলাশি স্টেশন পাড়া এলাকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ধারাল অস্ত্রের আঘাতে স্ত্রী ও দিদাশাশুড়িকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।প্রতিবেশীরা চিৎকার শুনে দ্রুত পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।মৃত তরুণীর নাম রিয়া হালদার, যার বয়স ২২ বছর। তার দিদা সারথি হালদারের বয়স ছিল ৬২ বছর। অভিযোগ, এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন রিয়ার স্বামী দীনেশ হালদার। সূত্রের মাধ্যমে জানা গেছে, কয়েক মাস আগে দীনেশ ও রিয়ার বিয়ে হয়েছিল, তবে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। রিয়া কর্মসূত্রে বাইরে থাকতেন এবং সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে দীনেশ পলাশীপাড়া এলাকায় দিদাশাশুড়ির বাড়িতে যান, যেখানে রিয়া অবস্থান করছিলেন। সেখানে পৌঁছেই ধারাল অস্ত্র দিয়ে দুজনের ওপর এলোপাথাড়ি আক্রমণ চালান বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন, এবং পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।