জেলার খবরপ্রতিবাদ মিছিলরাজনৈতিক দলের খবর।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপাড়ায় কংগ্রেসের মিছিল ও পথসভা

নীরেশ ভৌমিক : নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীগণ। দলের বনগাঁ দক্ষিণ ব্লক-১ কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় এর উদ্যোগে গত ৯ অক্টোবর চাঁদপাড়ায় মিছিল ও পথসভা করা হয়।

এদিন সকালে দলীয় নেতা কর্মীগণ চাঁদপাড়া বাজারের দলীয় কার্যালয়ে সমবেত হয়ে পতাকা, পোস্টার নিয়ে চাঁদপাড়া বাজারে মিছিল করেন এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্লোগান দেন।

পথ পরিক্রমা শেষে চাঁদপাড়া বাজারের প্রাণকেন্দ্র চৌরঙ্গীতে জাতীয় সড়ক যশোর রোডের ধারে বাসস্ট্যান্ডে পথসভা করেন নেতৃবৃন্দ। এদিনের আন্দোলন কর্মসূচীতে দলের বিশিষ্ট নেতা ও বক্তাগণের মধ্যে ব্লক সভাপতি

পার্থপ্রতিম রায় ছাড়াও ছিলেন বর্ষীয়ান দলনেতা ও প্রদেশ কংগ্রেস সমগ্রী কমিটির সদস্য শান্তিময় চক্রবর্তী, মনোতোষ সাহা, প্রবীণ কংগ্রেস নেতা কৃষ্ণ চক্রবর্তী, সত্য মন্ডল, বীরেশ ভৌমিক, লাল্টু দে, মহঃ হামিদ প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রবাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দিনা-আনা দিন খাওয়া এবং নিম্ন মানুষজনের সমস্যার কথা তুলে ধরেন।

দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পদক্ষেপ না থাকায় উভয় সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের আন্দোলনে সাধারণ মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *