হেলেঞ্চা ড: বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রফেসর কৌশিক সাউ-এর দক্ষ নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল নিজেদের সেরা প্রতিভা প্রদর্শন করার সুযোগ পেল গুজরাটের পাটন শহরে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প (NIC) 2024 অনুষ্ঠিত হল গুজরাটের পাটন শহরে, হেমচন্দ্র নর্থ গুজরাট ইউনিভার্সিটির সুবিশাল প্রাঙ্গণে। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলো RD NSS Ahmedabad ও Hemchandra North Gujarat University এবং পৃষ্ঠপোষকতায় ছিলো ভারত সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক।
এই ক্যাম্পে 11টি রাজ্যের সিলেক্টেড NSS ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন। ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত প্রতিভা বিকাশের পাশাপাশি রাজ্যগুলির মধ্যে সংস্কৃতিগত সংহতির সেতুবন্ধন গড়ে তোলা। RD NSS Kolkata এর সৌজন্যে পশ্চিমবঙ্গ থেকে ড: বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের NSS প্রোগ্রাম অফিসার প্রফেসর কৌশিক সাউ-এর নেতৃত্বে 10 জনের একটি প্রতিনিধি দল এই ক্যাম্পে অংশগ্রহণ করে।
যেটি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এর অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এই ক্যাম্পে অংশ নেয়; যেমন: রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, শ্রী চৈতন্য কলেজ, ভৈরব গাঙ্গুলি কলেজ, পি. এন. দাস কলেজ, মৃণালিনী দত্ত মহাবিদ্যালয়, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ,ড: বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, সরোজিনী নাইডু উইমেনস কলেজ প্রমুখ।
উক্ত ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা, আলোচনা সভা, এবং সাংস্কৃতিক বিনিময়ের আয়োজন। প্রতিটি রাজ্যের প্রতিনিধিরা নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পান। এর পাশাপাশি অংশগ্রহণকারীরা সামাজিক সচেতনতার ওপর প্রশিক্ষণ লাভ করেন।
দলগতভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপূজা’র থিমকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নৃত্যআলেখ্য উপস্থিত সকলের প্রশংসা পেয়েছে।ব্যক্তিগত একক সঙ্গীত প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের NSS ভলান্টিয়ার সন্তু বিশ্বাস অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করেন।
এটি শুধু পশ্চিমবঙ্গের জন্য গর্বের বিষয় নয়, বরং গোটা ক্যাম্পের একটি স্মরণীয় মুহূর্ত। এই ক্যাম্প এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা প্রদান করে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে জাতীয় সংহতির মন্ত্রে দীক্ষিত হন। সংস্কৃতিগত ভিন্নতা সত্ত্বেও “এক ভারত, শ্রেষ্ঠ ভারত” ধারণা দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প 2024 শুধুমাত্র একটি ক্যাম্প ছিল না; এটি ছিল শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসাংস্কৃতিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রফেসর কৌশিক সাউ-এর দক্ষ নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল নিজেদের সেরা প্রতিভা প্রদর্শন করে। সন্তু বিশ্বাসের সাফল্য এই ক্যাম্পে পশ্চিমবঙ্গের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় সংহতির বীজ বপন করে, যা ভবিষ্যতে একটি সুসংগঠিত ও শক্তিশালী ভারতের পথ সুগম করবে।