গোবরডাঙ্গায় গড়পাড়া উজ্জল সংঘের শ্যামা পূজায় বস্ত্রদান
নীরেশ ভৌমিক : এলাকার অসহায় দরিদ্র মানুষর জন্য মুখে হাসি ফোটাকে শ্যামা পূজার খরচ কমিয়ে বস্ত্রদান কর্মসূচীর আয়োজন করে গোবরডাঙ্গা গড়পাড়ার উজ্জ্বল সংঘের সদস্যগণ।
গত ২ নভেম্বর আয়োজিত বস্ত্র প্রদান কর্মসূচী বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও শিক্ষক বিধান রায়ের গাওয়া সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। এদিনের বস্ত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গোবরডাঙ্গা পৌরসভায় পৌরপতি শঙ্কর দত্ত।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান লেখক পবিত্র মুখোপাধ্যায়, অধ্যাপক বিজন নন্দী ও অধ্যাপক উমেশ অধিকারী, শিক্ষক সঞ্জয় বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়াবিদ সুবর্ণ রায়, সমাজসেবি অলক রায় প্রমূখ।
ক্লাব সভাপতি তারক ঘোষ ও সম্পাদক দিলীপ দাস সমবেত সকলকে স্বাগত জানান। সংগঠনের সদস্য’গণ উপস্থিত সকল বিশিষ্টজনদের প্রস্ফুটিত গোলাপে বরণ করে নেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে ক্লাব সদস্যদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান। উপস্থিত বিশিষ্টজন সমবেত দুঃস্থ মানুষজনের হাতে শাড়ি, কাপড় ধুতি, লুঙ্গি ইত্যাদি তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
উৎসবের সময় নতুন বস্ত্র পেয়ে অতিশয় খুশি দরিদ্র মানুষজন।এদিনের বস্ত্র প্রদান কর্মসূচী শুরুর প্রাক্কালে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুশিল্পী ও সম্ভাবনাময় আবৃত্তিকার শুভজিৎ মুখার্জীর আবৃত্তি উপস্থিত সকলের উচ্চসিত প্রশংসা লাভ করে।
এছাড়াও আবৃত্তি করে শোনান শিক্ষক সঞ্জয় বিশ্বাস ও ছাত্রী সুদীপ্তা মুখার্জী এবং সঙ্গীত পরিবেশন করেন দেবস্মিতা বড়াল। ক্লাবের অন্যতম কর্ণধার সঞ্জয় মন্ডলের পরিচালনায় আয়োজিত এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচী সার্থকতা লাভ করে।