অনুষ্ঠানজেলার খবরসর্ম্বধনা

“নৃত্যনীড় নৃত্য শিক্ষা কেন্দ্রের” প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হল মছলন্দপুর পদাতিক মঞ্চে

নীরেশ ভৌমিক : ১৮ই নভেম্বর মছলন্দপুর পদাতিক মঞ্চে উদযাপিত হলো “নৃত্যনীড় নৃত্যশিক্ষা কেন্দ্র”-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিনের অনুষ্টানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিক্ষিকা শ্রীমতি মীনাক্ষী পাঠক।

অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী কিশোর মল্লিক এবং নৃত্য শিক্ষিকা সঞ্চিতা মুখার্জি সেন। অতিথি বরণের পর তারা সকলেই এই নৃত্য সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।

এই সন্ধ্যার অনুষ্ঠান সাজানো ছিল নৃত্য, আবৃত্তি ও একক মূকাভিনয় দিয়ে। নৃত্য পরিবেশন করেন সৃজা হাওলাদার, শ্রায়ন্তনি কর, সুরাইয়া আকতারি সহ নৃত্যনীড়-এর অনেক কচিকাঁচারা।

একক মুকাভিনয়ে মন কেড়েছেন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের ধীরাজ হাওলাদার। আবৃত্তি শোনায় প্রত্যয়ী, মিসমি সহ অনেক ছোট ছোট শিশুরা। সম্পুর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জয়ন্ত সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *