রাজ্য যোগাসনে তৃতীয় চাঁদপাড়া বালিকার অঙ্কিতা
নীরেশ ভৌমিক : রাজ্য বিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস বিভাগ আয়োজিত ৬৮ তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সম্প্রতি অনুষ্ঠিত হলো সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে।
প্রতিযোগিতায় ১৪ থেকে ১৭ বছর বয়সী গ্রুপে চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অঙ্কিতা বালা গ্রুপে তৃতীয় স্থান লাভ করে নিজের ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে।
গত ৮ নভেম্বর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের বিদ্যালয়ের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা দফতরের ডিরেক্টর সহ উচ্চপদস্থ আধিকারিক’গণের স্বাক্ষরিত প্রশংসাপত্র ও সুদৃশ্য মেডেল অঙ্কিতা সহ অন্যান্য বিজয়ীদের হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
চাঁদপাড়ার ঢাকুরিয়া গ্রামের বাসিন্দা অমিও বালার একমাত্র কন্যা অঙ্কিতার এই সাফল্যে অতিশয় খুশি তার বিদ্যালয়ের শিক্ষিকা- শিক্ষার্থীনি’গন সহ পাড়া-প্রতিবেশীরাও। সকলেই ছোট্ট অঙ্কিতার ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেন।
অমিও বাবু আরো জানান, অঙ্কিতা খুব ছোটবেলা থেকেই যোগচর্চা করে আসছে, ওর মা-ই প্রথম শিক্ষিকা। ইতিমধ্যে অঙ্কিতা বহু প্রতিযোগিতায় সাফল্য এবং পুরস্কার লাভ করেছে।