চাঁদপাড়ায় ক্রেজি গ্রুপের আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সেকাটি এফ পি স্কুল
নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মত এবারও ১৬ দলীয় এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপাড়ার অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন ক্রেজি গ্রুপের সদস্যরা। আকর্ষণীয় এই ফুটবল টুর্নামেন্টে গাইঘাটা ব্লকের ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেয়।
গত ২৪ নভেম্বর সকালে চাঁদপাড়ার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ময়দানে খেলোয়ারদের মাঠ প্রদক্ষিণ ও সংগঠনের সভাপতি গোবিন্দ পাল কর্তৃক জাতীয় এবং সম্পাদক টুটুন বিশ্বাস কর্তৃক ক্লাব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজিত টুর্নামেন্টের সূচনা হয়।
শুরুতে গাইঘাটা পূর্বচক্রের সেকাটি এফপি ও দীঘা সুকান্তপল্লী এফপি স্কুলের ছাত্রীদের মধ্যে ১ আকর্ষণীয় প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী দীঘা সুকান্তপল্লী স্কুলের অধিনায়কের হাতে সুদৃশ্য ট্রপি তুলে দিয়ে শুভেচ্ছা জানান ক্রেজি গ্রুপের সভাপতি গোবিন্দ পাল।
বিজিত সেকাটি এফপি স্কুলকেও ট্রপি প্রদান করা হয়। এরপর শুরু হয় ছোট্ট-ছোট্ট পড়ুয়াদের আকর্ষণীয় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। অপরাহ্ণে চূড়ান্ত পর্বের খেলায় প্রতিদ্বন্দ্বী দীঘা জুনিয়র বেসিক স্কুলকে ৬-০ গোলে পরাস্ত করে টুর্নামেন্টের সেরার শিরোপা অর্জন করে সেকাটি এফ পি স্কুল।
ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় এর পুরস্কার লাভ করে সেকাটি স্কুলের ছাত্র এবং টুর্নামেন্টের সেরা গোলদাতা প্রান্ত দাস এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এর পুরস্কার লাভ করে সেকাটি স্কুলেরই পড়ুয়া অভিজিৎ হালদার।
সেকাটি স্কুলের ক্রীড়াপ্রেমী শিক্ষক চন্দন গায়েন ও প্রদীপ ভট্টাচার্য (গোলক) জানান, তাদের স্কুল টিম একটিও গোল না খেয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে
সুদৃশ্য ট্রপি এবং সেই সঙ্গে সেরা খেলোয়াড় ও গোলদাতা এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে সুদৃশ্য ট্রপি তুলে দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব সদস্য ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তি’গণ।
ক্রেজি গ্রুপ আয়োজিত এদিনের টুর্নামেন্টে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস উপ-প্রধান বৈশাখী বর (বিশ্বাস), স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম সাহা ও কল্যাণী পাণ্ডে, সমাজকর্মী শ্যামল বিশ্বাস, মনোতোষ সাহা, ডাঃ সর্বানি সাহা প্রমূখ।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে এলাকায় একপ্রকার উঠে যাওয়া ফুটবল খেলাকে ধরে রাখতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছোট-ছোট শিক্ষার্থীদেরকে ফুটবল খেলার প্রতি আরো আগ্রহী করে তুলতে ক্রেজি গ্রুপের সদস্যগণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
এদিনের আকর্ষণীয় এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক ও সমবেত দর্শক সাধারনের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে।