গোবরডাঙ্গায় বিবেকানন্দ বিদ্যামন্দিরে সাড়ম্বরে অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিবেকানন্দ বিদ্যামন্দিরের বাৎসরিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হল গত ২৩ নভেম্বর স্কুল ভবন পার্শ্ববর্তী আনন্দ সম্মিলন ক্লাব ময়দানের সুসজ্জিত মঞ্চে।
এদিন মধ্যাহ্নে ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ এবং মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন সিঁথি রামকৃষ্ণ মঠের শ্রীমৎ স্বামী চিদরূপানন্দ’জী মহারাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ডাঃ দিলীপ ঘোষ, শিক্ষক দীপক কুমার দাঁ, মনোরঞ্জন ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় বিশ্বাস, সমাজকর্মী সমীর কিশোর নন্দী প্রমূখ।
শিক্ষালয়ের প্রতিষ্ঠাকালের প্রধানা শিক্ষিকা অশীতিপর স্বপ্না মুখার্জীকে এদিন জীবন কৃতি সম্মানে ভূষিত করা হয়। বিদ্যালয়ের কর্ণধার বিশিষ্ট শিক্ষাব্রতী বিপ্লব রক্ষিত ও পরিচালক সমিতির সভাপতি শ্যামাপ্রসাদ বসু সকলকে স্বাগত জানান।
স্বামী চিদরুপানন্দ’জী স্বামী বিবেকানন্দের জীবন কর্ম ও আদর্শের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দান করেন। উদ্যোক্তারা এদিন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী’গণের হাতে পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের কৃতি প্রাক্তনী দেবস্মিতা মন্ডলকে এদিন স্কুলের পক্ষ থেকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষার্থী’গণের সমবেত কন্ঠে সংগচ্ছধং-সংবধদং সংবো- মনামিও আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ মত্ত সুন্দর সংগীতের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
বিদ্যালয়ের পড়ুয়ারা সমবেত সংগীত ছাড়াও নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে বিদ্যালয়ের পড়ুয়াগণ পরিবেশিত কবিতা আলেখ্য বীরপুরুষ সমবেত দর্শক সাধারনের উচ্চসিত প্রশংসা লাভ করে।
ভজন ও ঠুংরি গানে সকলকে মুগ্ধ করে গোবরডাঙ্গার স্বনামখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী সমীরণ বিশ্বাস। প্রখ্যাত বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কন্ঠের কবিতা আবৃত্তি সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।
অনেক রাত অবধি বিশিষ্ট সঙ্গীত শিল্পীগণের সঙ্গীতানুষ্ঠান উপস্থিত সকলের মনোরঞ্জন করে। বিশিষ্ট আবৃত্তিকার সুবীর চ্যাটার্জীর সুচারু পরিচালনায় বিবেকানন্দ বিদ্যামন্দির আয়োজিত ২১ তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।