উৎসবজেলার খবরশারদসর্ম্বধনা

গাইঘাটায় সাড়ম্বরে অনুষ্ঠিত সেরা পুজো সম্মান প্রদান অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ২৬ নভেম্বর মহাসমারোহে অনুষ্ঠিত হল গাইঘাটা পঞ্চায়েত সমিতি, গাইঘাটা ব্লক ও গাইঘাটা থানা প্রশাসন আয়োজিত শারদ ও দীপাবলী সম্মান প্রদান অনুষ্ঠান।

এদিন অপরাহ্ণে চাঁদপাড়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন প্রাঙ্গণের অস্থায়ী সুসজ্জিত মঞ্চে বিশিষ্ট সঙ্গীত শিল্পী তুলসী সাহার কন্ঠে ‘এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম’ সংগীতের মধ্য দিয়ে আয়োজিত ‘সেরা পুজো সম্মান’ প্রদান অনুষ্ঠানের সূচনা হয়।

চাঁদপাড়ার ঐতিহ্যবাহী পূরবী মেঘ ও কলরব সাংস্কৃতিক সংস্থা পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তন্দ্রা, দীপা, মৃন্ময় ও শান্তনু চ্যাটার্জীর গাওয়া সংগীত ও পূরবী মেঘের নৃত্য শিল্পীদের অনুষ্ঠান এবং ব্লকের আইডিও দেবাশিস দাসের আবৃত্তির অনুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, বিডিও নীলাদ্রি সরকার, গাইঘাটা থানার ওসি রাখহরি ঘোষ, ছিলেন জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস,

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, বাপি দাস, অঞ্জনা বৈদ্য, নিরুপম রায় ও চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস এবং উপপ্রধান বৈশাখী বর (বিশ্বাস) সহ আরো অনেকে।

অন্যতম উদ্যোক্তা পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া দফতরের কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ স্বাগত ভাষণে উপস্থিত ব্লকের বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধি এবং সমবেত সংস্কৃতিপ্রেমী মানুষজনকে স্বাগত জানান।

সভাপতি ইলা দেবী এবারের অতিবর্ষণ ও বন্যা পরিস্থিতির মধ্যে ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ও কালীপুজো ও দীপাবলী উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় উপস্থিত বিভিন্ন পুজো উদ্যোক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

পরিশেষে ব্লকের সেরা ১০ দুর্গোৎসব কমিটি ও সেরা দশটি শ্যামাপূজো কমিটিকে স্মারক ও শংসাপত্র ও মিষ্টি প্রদানে অভিনন্দন জানানো হয়। বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধি সহ উপস্থিত ব্লকের সংস্কৃতিপ্রেমী মানুষজন গাইঘাটা পঞ্চায়েত সমিতি, ব্লক ও থানা প্রশাসনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোবিন্দ কুণ্ডুর মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *