চাঁদপাড়ায় ঢাকুরিয়ার সবুজ সংঘের হনুমানজীর পূজোয় শীতবস্ত্র বিতরণ ও নানা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : বিগত বৎসর গুলির মতো এবারও ২১ নভেম্বর মহাসমারোহে দশম বার্ষিক শ্রীশ্রী বীর হনুমানজীর স্মরনোৎসব উপলক্ষে পুজো, বস্ত্রপ্রদান এবং সেই সঙ্গে মনোজ্ঞ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপাড়া ঢাকুরিয়া সবুজ সংঘের সদস্যগণ।
২১ নভেম্বর চাঁদপাড়া ঠাকুরনগর সড়কের ঢাকুরিয়া বকচরা মোড় সংলগ্ন সবুজ সংঘ অঙ্গনের হনুমানজির মন্দিরে সাড়ম্বরে বীর হনুমানজীর পুজো অনুষ্ঠিত হয়। পাড়ার মা বোনেরা সকাল থেকেই পূজোর আয়োজনে লেগে যান। দূর দূরান্ত থেকেও ভক্তরা এসে পুজোয় অংশ নেন। পুজো উপলক্ষে মন্দির ও অঙ্গন ফুল-মালা এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
অপরাহ্নে পুজো শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।পরদিন সন্ধ্যায় মন্দির পার্শ্বস্থ সুসজ্জিত মঞ্চে বস্ত্রদান অনুষ্ঠানে ঢাকুরিয়া সহ পার্শ্ববর্তী বকচরা, ধানকুনি, সেকাটি গ্রামের দুস্থ অসহায় মানুষজনের মধ্যে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়।
এদিনের বস্ত্র প্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোবিন্দ দাস, সমাজসেবি শ্যামল বিশ্বাস, প্রদীপ ভট্টাচার্য, ভবেশ দত্ত, উত্তম লোধ সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যগণ সহ কলকাতার মহানির্ধাণ মঠের প্রতিনিধি স্বামীজি এবং সদস্যগণ।
ক্লাব সভাপতি রামশঙ্কর রায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্লাবের পরিচালনায় হনুমান মন্দির স্থাপন এবং দীর্ঘ ১০ বৎসর যাবৎ হনুমানজীর পুজোর আয়োজনে সংঘের অন্যতম সদস্য শ্যামল মন্ডল, সন্তোষ বিশ্বাস এবং সেই সঙ্গে বস্ত্র বিতরণে নবাগত সদস্য কমল সরকার এবং কলকাতার মহানির্ধান সদস্যদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মঞ্চে উপবিষ্ট সদস্যগণ সবুজ সংঘের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। বস্ত্র প্রদান শেষে আলোকোজ্জ্বল মঞ্চে বাউল সংগীতের অনুষ্ঠানে এলাকার বহু ধর্মপ্রাণ মানুষজনের উপস্থিতি চোখে পড়ে। ২৩ নভেম্বর সন্ধ্যাতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য ও বিরোধী দলনেত্রী
অপর্ণা মন্ডল, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ রায়, মন্টু বিশ্বাস, সাধন বিশ্বাস, শান্তনু রায়, গোলাপী সরকার, বিশিষ্ট সমাজসেবি প্রবীর রায়, প্রণব সরকার প্রমূখ। ক্লাব সভাপতি রামশঙ্কর রায় সকলকে স্বাগত জানান। সদস্য-সদস্যা’গণ আমন্ত্রিত অতিথিবৃন্দকে পুষ্পস্তবক, ব্যাজ ও উত্তরীয় প্রদানে বরণ করে নেন।
এদিন ও আয়োজিত বস্ত্র প্ৰদান অনুষ্ঠানে এলাকার শ’খানেক দরিদ্র মানুষজনের হাতে শীতবস্ত্র ও মশারি তুলে দেন বিধায়ক শ্রী মজুমদার সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজন। বিধায়ক স্বপন বাবু মন্দির সংলগ্ন চৌরাস্তার মোড়ে একটি হাইমাস্ট লাইট বসানোর প্রতিশ্রুতি দিলে সকলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ক্লাব সভাপতি রাম শংকরবাবু এদিন তার বক্তব্যে বিধায়কের সহযোগিতা পেলেও স্থানীয় সাংসদের সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বস্ত্র বিতরণ শেষে অনুষ্ঠিত সংগীত ও বিচিত্রানুষ্ঠানে এলাকার সংস্কৃতিপ্রেমী দর্শক ও শ্রোত্রী মন্ডলীর উপস্থিতি ছিল যথেষ্ট।
সংস্কৃতিপ্রেমী সঞ্চালক অমর মজুমদারের পরিচালনায় এবং ক্লাব সদস্য সন্তোষ বিশ্বাস, গণেশ রায়, কৃষ্ণ বিশ্বাস, রতন রায়, আলপনা বিশ্বাস, সুচিত্রা ব্যানার্জী, কমল সরকার ও আরাধ্যা ব্যানার্জী সহ ক্লাবের সকল সদস্য-সদস্যা’গনের আন্তরিক প্রয়াসে সবুজ সংঘ আয়োজিত শ্রীশ্রী হনুমানজীর ১০ম বার্ষিক স্মরনোৎসব এলাকার ধর্মপ্রাণ ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের মধ্যে বেশ সাড়া ফেলে।