অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নবতম মূকাভিনয় প্রযোজনা “রোজনামচা” মঞ্চস্থ হল গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে

নীরেশ ভৌমিক : গত ২৪শে নভেম্বর মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নবতম মূকাভিনয় প্রযোজনা “রোজনামচা” মঞ্চস্থ হল গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে।

এদিন গোবরাপুর সংবিত্তি নাট্যদলের নাট্য সন্ধ্যায় মঞ্চস্থ হয় তাদের নতুন নাটক “দায়” এবং গোবরডাঙা নাবিক নাট্যম এর জীবন অধিকারী নির্দেশিত নাটক “দর্পণ”। এরপরই মঞ্চস্থ হয় ইমনের মূকাভিনয় “রোজনামচা”।

এটি ছিল এই মূকাভিনয়ের দ্বিতীয় মঞ্চায়ন। একজন মধ্যবিত্ত মানুষের প্রতিদিনের জীবনের ব্যস্ততার কাহিনী উঠে এসেছে এই মূক প্রযোজনায়।

ধীরাজ হাওলাদার-এর ভাবনা ও নির্দেশনায় তিনি নিজে সহ মূকাভিনয়টিতে নজর কাড়া অভিনয় করেছেন ইন্দ্রজিৎ দত্ত বনিক, সায়ন প্রামাণিক সহ আরো অন্যান্য অভিনেতারা।

প্রযোজনাটিকে আলো আঁধারে সাজিয়েছেন সুজিত বণিক এবং আবহ নির্মাণ করেছেন জয়ন্ত সাহা। উপস্থিত দর্শকেরা প্রযোজনাটির উচ্ছসিত প্রসংশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *