অন্যান্য।উৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনা

গোবরডাঙ্গায় সাড়ম্বরে শুরু হল জীব বৈচিত্র্য সুরক্ষা ও জৈব মেলা ২০২৪

নীরেশ ভৌমিক : গত ৬ ডিসেম্বর অপরাহ্নে গোবরডাঙ্গার রেনেসাঁস ইনস্টিটিউট অঙ্গনের সুসজ্জিত মঞ্চে স্কুল ছাত্রী প্রেরণা ভট্টাচার্যের গাওয়া গানের মধ্য দিয়ে শুরু হয় জীব বৈচিত্র্য সুরক্ষা ও জৈব মেলা ২০২৪।

ফিতে কেটে এবং মঙ্গল দীপ প্রোজ্জ্বলন করে তিনদিন ব্যাপী আয়োজিত জৈব মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদ এর চেয়ারম্যান ডঃ হিমাদ্রী শেখর দেবনাথ।

বর্ষিয়ান সমাজসেবি ও গাইঘাটার মধুসূদনকাটি সমবয় কৃষি উন্নয়ন সমিতির সভাপতি কালিপদ সরকারের ও পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন উদ্ভিদ বিজ্ঞানী ডঃ অনির্বাণ রায়, পরিবেশবিদ ডঃ পরিতোষ ভট্টাচার্য, বিশিষ্ট চিকিৎসক ডাঃ এন সি কর,

পৌরসভার স্থানীয় কাউন্সিলর রত্না রায় চৌধুরী, জৈব কৃষক রবি ব্যানার্জী, কাশিনাথ সুমার ও গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার ও ডাঃ সুনীল কুমার বিশ্বাস প্রমূখ। উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন।

স্বাগত ভাষণে অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট বিজ্ঞান সেবক দীপক কুমার দাঁ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত জৈব মেলার সার্থকতা কামনা করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে এলাকার পরিবেশকে স্বচ্ছ ও নির্মল রাখতে এবং সুস্থ সমাজ গড়ে তুলতে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন।

নচেৎ জীব-জগৎ বিপন্ন হয়ে পড়বে। এজন্য প্রাকৃতিক চাষ এবং জৈব সার ব্যবহারের জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান। ডাঃ কর প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর রত্ন দেবীর পরিবেশ নিয়ে স্বরচিত কবিতা পাঠ ও বিশিষ্ট সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়ের কন্ঠে নিজের’ই লেখা সংগীত উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। সভাপতি কালিপদ বাবু কৃষক সমাজকে জৈব চাষে উৎসাহিত করতে তাদের কাছে যাওয়ার আহ্বান জানান।

সন্ধ্যায় সুসজ্জিত মঞ্চে মেদিয়া ছাত্র কল্যাণ বিদ্যাপীঠের পড়ুয়া’গণ পরিবেশিত সংগীত, নৃত্য, আবৃত্তি ও শিক্ষামূলক নাটক সকলের মনোরঞ্জন করে। মেলা প্রাঙ্গণে নানা পসরার স্টল ও মনোজ্ঞ অনুষ্ঠানে এলাকার মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *