অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

হাবড়া নাট্যমিলন গোষ্ঠীর নাট্য আলোচনা

সমর বিশ্বাস : বর্তমান থিয়েটার কি সমাজ গঠনে সঠিক ভূমিকা নিতে পেরেছে? এই বিষয়ের উপর এক আলোচনা সভার আয়োজন করে জেলার অন্যতম নাট্যদল শ্রীনগর হাবড়া নাট্যমিলন গোষ্ঠীর সদস্যরা।

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকুল্যে গত ১ ডিসেম্বর সংস্থার মহড়া কক্ষে অনুষ্ঠিত নাট্য সেমিনারে জেলার বিভিন্ন নাট্যদলের নির্দেশক ও পরিচালক’গণ উপস্থিত ছিলেন।

পরিশেষে আবৃত্তি করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক। ছিলেন গোবরডাঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুর সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য ও প্রবীণ সাংবাদিক আশিস ঘোষ সহ সংস্থার সদস্য-সদস্যা’গণ।

নাট্যমিলন গোষ্ঠীর কর্ণধার বিশিষ্ট নাট্যাভিনেতা দিলীপ ঘোষের উদাত্ত কণ্ঠে গাওয়া লোকসংগীতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। সমবেত নাট্য ব্যক্তিত্ব’গণ বিষয়ের উপর মনোজ্ঞ ভাষণ দেন। বক্তব্য ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নাটকের গান পরিবেশন করেন গোবরডাঙ্গার নাবিক নাট্যম এর পরিচালক জীবন অধিকারী, অভিনেতা মাধুরী ঘোষ ও সঙ্গীত শিল্পী নমিতা বিশ্বাসের গাওয়া গান এবং শ্রাবণী সর্দার পরিবেশিত নৃত্যানুষ্ঠান উপস্থিত সকলের মনোরঞ্জন করে।

এদিনের অনুষ্ঠিত নাট্য সেমিনারে মূল্যবান বক্তব্য রাখেন বাংলার সিঞ্চন হালিশহরের প্রবীণ নাট্যকর্মী যোগরাজ চৌধুরী, গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর পরিচালক জীবন অধিকারী, খাঁটুরা চিত্তপটের শুভাশিস রায় চৌধুরী, ঠাকুরনগর থিয়েটিক্সের জগদীশ ঘরামী, হাবড়া নান্দনিকের বিশিষ্ট নাট্যাভিনেতা তিমিরণ বিশ্বাস,

খড়দহ থিয়েটার জোনের বলিষ্ঠ অভিনেতা তপন দাস, বিরাটি ব্রাত্য সারথির বিভাস সাহা ও শান্তনু চক্রবর্তী। গোবরডাঙ্গা নাট্যায়ন এর কর্ণধার নারায়ণ বিশ্বাস, আগরপাড়া কালপুরুষ এর বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজা গুহ প্রমূখ।

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মূল্যবান বক্তব্যে হাবড়া নাট্যমিলন গোষ্ঠী আয়োজিত এদিনের নাট্য আলোচনা সভা নাট্যকর্মী সুমন দাসের সঞ্চালনায় সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *