অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনা

সেবার ৬০ তম সাহিত্য সভায় সংঘটিত কবি কাকলী রায় ও নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী

নীরেশ ভৌমিক : গত ৩০ নভেম্বর সংস্থার অন্যতম সেবিকা দুলালী দাসের গাওয়া সংগীতের মধ্য দিয়ে শুরু হয় গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতি আয়োজিত ৬০ তম মাসিক সাহিত্য সভা।

শুরুতেই জন্মমাসে বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু ও কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান যথাক্রমে প্রবীণ নাট্য ব্যক্তিত্ব প্রদীপ কুমার সাহা ও কল্পনা ঘোষ দস্তিদার।

বিজ্ঞানী জগদীশ চন্দ্র, প্রখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন, কর্ম ও তাঁদের আদর্শ ইত্যাদি তুলে ধরে বক্তব্য রাখেন যথাক্রমে কবি টুলু সেন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা।

সেবা সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার স্বাগত ভাষণে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমিতির বিভিন্ন সেবামূলক কর্মসূচী তুলে ধরেন।

বিশিষ্ট কবি টুলু সেনের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সাহিত্য সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কবি সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও রচনা পাঠ করেন।

শিশু শিল্পী আহেলী সরকারের ও পলাশ মন্ডলের কন্ঠের কবিতা আবৃত্তি, অজন্তা আঢ‍্যর গাওয়া রবীন্দ্র সংগীত এবং অরূপ ঘোষের কণ্ঠে শ্যামা সংগীত ও কেয়া দত্তের গান সকলকে মুগ্ধ করে।

এছাড়া প্রবীণ সাহিত্যিক সমীর বরন দত্তের কল্পকথা, রীমা বসুর সাহিত্য পাঠ ও বিশিষ্ট শিক্ষক ও কবি বিধান চন্দ্র মন্ডলের সমিতির নানা সেবামূলক কাজকর্ম নিয়ে লেখা স্বরচিত কবিতা এবং শিশু শিল্পী দিশা ও পিয়ালী পরিবেশিত কবি বিপুল বিশ্বাসের লেখা কবিতা আলেখ্য সমবেত কবি সাহিত্যিক’গণের উচ্চসিত প্রশংসা লাভ করে।

এদিনের সাহিত্য সভায় বিশিষ্ট কবি ও শিক্ষিকা কাকলি রায় ও স্বনামখ্যাত নাট্য পরিচালক ও অভিনেতা জীবন অধিকারীকে সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র, স্মারক সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

বর্ষিয়ান কবি টুলু সেনের পৌরহিত্যে এবং কল্পনা ঘোষ দস্তিদার এর সুচারু সঞ্চালনায় এদিনের সাহিত্যসভা বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *