মানবাধিকার দিবসে শিল্পাঞ্জলীর পুতুল নাটকের অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপন করে সংস্কৃতির শহর গোবরডাঙ্গার খাঁটুরা শিল্পাঞ্জলি।
এদিন সন্ধ্যায় সংস্থার মহলা কক্ষে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন প্রবীনা শিক্ষিকা দিপালী বিশ্বাস।
উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অভিক ভট্টাচার্য এবং বিজ্ঞান কর্মী ডঃ সুনীল বিশ্বাস। সংস্থার অন্যতম সদস্যা তানিয়া সরকার উপস্থিত বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকগণকেও বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন শিল্পাঞ্জলির সম্পাদক মলয় কুমার বিশ্বাস।ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অনুপ্রেরণায় এদিনের আয়োজিত আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন ডঃ সুনীল বিশ্বাস ও শিক্ষক ও নাট্য সমালোচক অভিক ভট্টাচার্য।
শিল্পাঞ্জলীর পুতুল নাটকের বর্ষপূর্তি উপলক্ষে এদিন সংস্থার অন্যতম কর্ণধার সোমা মজুমদারের পরিচালনায় পরিবেশিত পুতুল নাটক ‘আমার প্রকৃতি, আমার ভালবাসা’ সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে।
সংস্থার ক্ষুদে সদস্যা দেবাঞ্জনা হালদারের কন্ঠে কবিতা আবৃত্তি সকলকে মুগ্ধ করে।সংস্থার পুতুল নাট্যের অন্যতম কারিগর শঙ্খব্রত বিশ্বাস জানান, কেন্দ্রীয় সাংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে আগামী ১১ ও ১৩ ডিসেম্বর স্থানীয় প্রীতিলতা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে পুতুল নাচের কর্মশালা অনুষ্ঠিত হবে।