অনুষ্ঠানউৎসবজেলার খবরপ্রতিভার সন্ধানেশিক্ষাসর্ম্বধনা

গাইঘাটায় মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুপ্রেরণামূলক শিক্ষা শিবির

নীরেশ ভৌমিক : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে ও ব্যবস্থাপনায় আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের এক অনুপ্রেরণামূলক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় গাইঘাটা ব্লকে।

গত ৮ ডিসেম্বর চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, স্থানীয় জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল বিশ্বাস,

এছাড়াও ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শান্তি পদ বিশ্বাস সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকা’গণ। অন্যতম আহ্বায়ক শিক্ষক নেতৃত্ব অলক বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম উপস্থিত সকল বিশিষ্টজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

স্বাগত ভাষণে রবিউল বাবু সুকুমারমতি শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষার পূর্বে আয়োজিত শিক্ষা শিবিরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। সেই সঙ্গে জানান, গাইঘাটা ব্লকের গাইঘাটা স্কুল এবং পাঁচপোতা ভাড়াডাঙ্গা হাই স্কুলেও আজই এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষক প্রধান পরীক্ষক সহ বিশিষ্ট বিষয়ী শিক্ষকগণ সাতটি বিষয়ের উপর ক্লাস নেবেন এবং কি করে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় সে ব্যাপারেও আলোকপাত করবেন।

চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী হাই স্কুলে আজ এলাকার ১৫টি স্কুলের সাড়ে তিন শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থী শিবিরে অংশ নিয়েছে বলে রবিউল বাবু আরও জানান।

পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি বাগচি শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন বাবু এবং জেলা পরিষদ সদস্য সহ উপস্থিত অভিভাবকবৃন্দ তৃণমূল শিক্ষক সমিতির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

সভাপতি ইলা দেবী সহ সকল বিশিষ্টজন এদিন গাইঘাটা হাই স্কুলের শিক্ষা শিবিরেও পরিদর্শন করেন, সেখানে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নেতা শুভঙ্কর দাস, সুমন সাহা, গৌতম দাস ও শম্ভু সাহা তাদের শিবির এবং পাঠদান কক্ষ ঘুরিয়ে দেখান। পরিশেষে বিশিষ্টজনেরা পাঁচপোতা স্কুলে গেলে প্রধান শিক্ষক তুষার বিশ্বাস সকলকে নিয়ে আলোচনা সভায় মিলিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *