ধর্মীয় খবর।

দুঃস্থ ও গরীব মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : মনের টানে সুদূর কলকাতা থেকে ছুটে এসে গোবরা শ্মশান এলাকার দুঃস্থ ও গরীব মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করলেন পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী সেবাকেন্দ্রের সচিব বুদ্ধদেব শর্ম্মা।

গত শনিবার সন্ধ্যায় বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েতের পুরদহ মতিপাগল সেবাশ্রমের গোবরা শ্মশানে অনুষ্ঠিত ৪৮তম শিব চতুর্দশী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মহোৎসবে উপস্থিত হয়ে দুঃস্থ ও গরীব মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ সহ শ্মশানের উন্নতিকল্পে বিভিন্ন ভাবে খোঁজ খবর নেন এবং মন্দিরে পাথরের শিবলিঙ্গ, মন্দির সংস্কার ও শ্মশানে আসার রাস্তা নির্মাণ করতে সর্ব্বাঙ্গীন সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী সেবাকেন্দ্রের সচিব বুদ্ধদেব শর্ম্মা। ওই সময়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক বিমল ভদ্র ওরফে ভীম ভদ্র, সাংবাদিক উত্তম কুমার সাহা, বস্ত্রদান কর্মসূচির আয়োজক সুরজিত সরকার, পঞ্চায়েত সদস্য নরেশ পোদ্দার, আশ্রমের উপদেষ্টা রবিন মন্ডল প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, পুরদহ মতিপাগল সেবাশ্রম ও গোবরা শ্মশানে পরিচালনা কমিটির সহঃ সম্পাদক অনুপ পোদ্দার।প্রকাশ সম্প্রতি রণঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উক্ত শ্মশানে চুল্লি নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা এবং শৌচালয় নির্মাণের জন্য ৩লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *