স্বরুপনগর সমবায়ে অনুষ্ঠিত হল ইফকোর শস্য আলোচনা চক্র

নীরেশ ভৌমিক : গত ২৬ শে ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকে দেশের বৃহত্তম সারপ্রস্তুতকারী সংস্থা ইফকোর উদ্যোগে এবং স্বরূপনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় এক শস্য আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এদিনের বৈজ্ঞানিক কৃষি আলোচনা চক্রে স্বরূপনগর ব্লকের বিভিন্ন গ্রামের ২৬০ জন কৃষিজীবী মানুষজন উপস্থিত ছিলেন।

ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার সমবায় সমিতি লিঃ (IFFCO) আয়োজিত এদিনের শস্য আলোচনা চক্রে ইফকোর কলকাতা জোনের কৃষি সেবক দেবাশীষ দত্ত ও ব্লকের কৃষি উন্নয়ন আধিকারিক দিলীপ কুমার মন্ডল, ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের ডিরেক্টর দুলাল চন্দ্র ভট্টাচার্য প্রমুখ।

বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ আধিকারিক গণ আলোচনায় অংশ নিয়ে জমি ও শস্যের একান্ত প্রয়োজনীয় ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের গুণমান এবং শস্যক্ষেত্রে তা ব্যবহারের পদ্ধতি ও বিশদে ব্যক্ত করেন।

ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার মিঃ রিতেশ ঝা জানান, শুধু ন্যানো ইউরিয়া ও ডিএপি নয়, ইফকোর প্রস্তুত অন্যতম সাগরিকা বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ এর বিভিন্ন কীটনাশক জমি ও ফসলে ব্যবহার গুরুত্ব এবং ব্যবহারের পদ্ধতির উপর আলোকপাত করে মনোজ্ঞ বক্তব্য রাখেন।

আলোচনা চক্রে উপস্থিত বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ আধিকারকগণ। এদিনের শস্য আলোচনা চক্রের সমবেত কৃষকগণের মধ্যে আলোচনাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।







