চাঁদপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত হল ৩১ তম বর্ষের কলরব উৎসব
নীরেশ ভৌমিক : গত ৪ জানুয়ারি সকালে চাঁদপাড়ার মিলন সংঘ ময়দানের সুসজ্জিত অঙ্গনে সংগঠনের পতাকা উত্তোলন ও মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ৩১ তম বার্ষিক কলরব উৎসব।
এদিন সকালেই সুসজ্জিত মঞ্চে শুরু হয় ছোটদের ছড়ার গান ও নজরুল গীতি এবং সেইসঙ্গে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
মধ্যাহ্নে সর্বসাধারণের মধ্যে অনুষ্ঠিত হয় তবলার লহড়া ও আকর্ষণীয় কলরব ড্যান্স প্রতিযোগিতা। সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে পরিবেশিত হয় সংগীত ও নৃত্যের অনুষ্ঠান।
পরিশেষে কলরব এর কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গোবিন্দ কুণ্ডু রচিত ও নির্দেশিত মজার নাটক ‘পটল কুমার’ সমবেত দর্শক সাধারনের উচ্চসিত প্রশংসা লাভ করে।
উৎসবের দ্বিতীয় দিন সকাল থেকেই শুরু হয় দিকে দিকে সাড়া জাগানো কলরব সারেগামা সংগীত প্রতিযোগিতা। সন্ধ্যায় চূড়ান্ত পর্বে বিজয়ী তিনজনকে স্মৃতি পুরস্কার, নগদ অর্থ ও শংসাপত্র প্রদানে সম্মাননা জ্ঞাপন করা হয়।
রাতে আমন্ত্রিত শিল্পী সমন্বয়ে পরিবেশিত সংগীত সন্ধায় দূরদর্শনের সারেগামাপা বিজয়ী স্বনামধন্য সংগীত শিল্পী শোভন গাঙ্গুলী ও রূপসী বাংলার প্রখ্যাত গায়িকা শ্রেয়সীর সংগীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।
উদ্যোক্তারা এদিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বর্ষিয়ান শোভা নন্দী ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দিলীপ ভট্টাচার্য এবং স্বনামধন্য চিত্রশিল্পী অধ্যাপক দিলীপ মল্লিককে পুষ্পস্তবক, উপহার ও শীতবস্ত্র শাল প্রদানে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।
আমন্ত্রিত শিল্পীদ্বয়ের সঙ্গীতানুষ্ঠানের পূর্বে কলরব এর সংগীত শিল্পীদের স্বরচিত উদ্বোধনী সংগীত এবং স্থানীয় পূরবী মেঘ ডান্স স্কুলের বিভিন্ন নৃত্যশিল্পীদের নৃত্যের অনুষ্ঠান দর্শক মন্ডলীর মন জয় করে। সবকিছু মিলিয়ে এবারের কলরব উৎসব ২০২৫ বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।