মহাসমারোহে শুরু হলো চাঁদপাড়ার দীঘা বিদ্যাসাগর সাংস্কৃতিক সংস্থা আয়োজিত গ্রামশ্রী লোক উৎসব ২০২৫
নীরেশ ভৌমিক : গত ১০ জানুয়ারি সকালে মশাল দৌড় এবং অপরাহ্নে মঙ্গল দীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হলো চাঁদপাড়ার দীঘা বিদ্যাসাগর সাংস্কৃতিক সংস্থা আয়োজিত গ্রামশ্রী লোক উৎসব ২০২৫।
প্রবীণ গ্রামবাসী হরেন্দ্রনাথ ঘোষের পৌরহিত্তে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক চম্পক সরকার, শিক্ষক ও সমাজকর্মী শঙ্কর নাথ,দীঘা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম বিশ্বাস, গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শম্ভু মন্ডল।
ছিলেন শিক্ষিকা রাজশ্রী গুহ, শ্যামলী গুহ, জয়ন্ত সরকার, সঞ্জয় মালাকার, গৌতম ঘোষ প্রমূখ। সংস্থার সদস্যাগণ সকলকে পুষ্প স্তবক, উত্তরীয়, স্মারক উপহারে বরণ করে নেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারে এধরনের অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। স্বাগত ভাষণে সংস্থার সম্পাদক সংস্কৃতিপ্রেমী ত্রিদিব মন্ডল উপস্থিত সকলকে শুভেচ্ছা ও
অভিনন্দন জানিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সর্বোপরি লোক উৎসবের সাফল্য কামনা করেন। স্কুল ছাত্রী ঐন্দ্রি গুহের কন্ঠে কবিগুরুর ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ’ সংগীতের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।
সূচনায় NCC ক্যাডেটদের কুচকাওয়াজ, রনপা, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রেরিত শিল্পীদের শ্রীখোল বাদন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানকে বেশ আকর্ষণীয় করে তোলে। গ্রামের ছেলে মেয়েরা এদিন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। সন্ধ্যায় স্থানীয় শিল্পীগন পরিবেশিত সংগীত ও নৃত্যের অনুষ্ঠান, সংস্থার সদস্য পরিমল করের নির্দেশনায় মঞ্চস্থ হয় সংস্থার অভিনেতাগণ পরিবেশিত নৃত্যনাট্য ‘ভূষণ্ডির মাঠে’।
শেষে পরিবেশিত হয় রায়বেশে নৃত্য। নৃত্যনাট্য ও রায়বেশে উপস্থিত সকলের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে। যুব দিবস উপলক্ষে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের সুসজ্জিত মঞ্চে দ্বিতীয় দিন তরজা গানের লড়াই
এবং শেষ দিনে চাঁদপাড়ার পুরবীমেঘ সাংস্কৃতিক সংস্থার মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান এবং দীপা দাস ও মৃন্ময় সাহা পরিবেশিত লোকসংগীতের অনুষ্ঠানকে ঘিরে এলাকার সংস্কৃতি প্রেমী মানুষজনের মধ্যে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
গো অ্যাজ ইউ লাইক ছাড়াও অন্যান্য প্রতিযোগীতার মধ্যে রয়েছে ক্যুইজ, নৃত্য, অঙ্কন ও যোগাসন প্রতিযোগিতা।সাংস্কৃতিক কর্মী সূর্যকান্ত সরকারের পরিচালনায় গ্রামশ্রী লোক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান বেশ প্রানবন্ত হয়ে ওঠে।