ভ্রাতৃসংঘ ও পাল্লা পাঠাগারের পরিচালনায় অনুষ্ঠিত হল ২৯ তম শিশু ও কিশোর উৎসব
প্রতি বছরের মত এ বছরও পাল্লা পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে ভ্রাতৃসংঘ ও পাঠাগার পরিচালনায় ২৯ তম শিশু ও কিশোর উৎসব শুরু হল ১১ই জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত।
১১ ই ডিসেম্বর প্রভাতে কিশোর-কিশোরীদের বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরুহয় উৎসবের কর্মসূচি তারপর পতাকা উত্তোলন করেন ক্লাবের সেক্রেটারি কবি শংকর মল্লিক।
বসে আঁকো প্রতিযোগিতায় কিশোর-কিশোরীদের পদক দিয়ে সন্মানিত করেন কবি শংকর মল্লিক এবং তারপরে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়,পরপর শিশু স্বাস্থ্য প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, নাটক আবৃত্তি, নৃত্য সহ
সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে দিয়ে গ্ৰামের শিশু কিশোর-কিশোরীদের সাংস্কৃতিক মনষ্ক করার কাজ করে চলেছেন ক্লাব ও পাঠাগারের সকল জ্ঞানী গুণীব্যক্তিরা।