গোবরডাঙ্গায় দরবারি ধৈবত এর সঙ্গীত সম্মেলন
নীরেশ ভৌমিক : মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও সরস্বতী বন্দনার মধ্য দিয়ে গত ১১ জানুয়ারি মধ্যাহ্নে গোবরডাঙ্গার পৌর টাউনহলে মহাসমারোহে শুরু হয় গোবরডাঙ্গার অন্যতম সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান দরবারী ‘ধৈবত’ এর বার্ষিক সংগীত সম্মেলন।
সংস্থার প্রাণপুরুষ বিশিষ্ট সংগীত প্রশিক্ষক সমীরণ বিশ্বাস উপস্থিত সকল বিশিষ্টজন সহ সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
জন্মদিনে যুগনায়ক স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান উদ্যোক্তারা।স্বনাম খ্যাত সংগীত প্রেমী সমীরন বিশ্বাস বলেন, আজকের এই সম্মেলন ও অনুষ্ঠান প্রতিষ্ঠানের নবীন শিক্ষার্থীদের জন্য।
ছোটরা আজকের এই সংগীত সম্মেলনে অংশ নিয়ে নিজেদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করবে এবং জড়তা দূর করবে। উদ্যোক্তারা এদিন সদ্যপ্রয়াত সঙ্গীতজ্ঞ রশিদ খাঁন, ওস্তাদ জাকির হুসেন ও আশিস খাঁনকে স্মরণ ও শ্রদ্ধা জানান।
টাউন হলের সুসজ্জিত মঞ্চে উপস্থিত শিক্ষার্থী ও সঙ্গীত শিল্পী’গণ একক ও সমবেত সংগীত পরিবেশন করেন। শিশু শিল্পী আয়ান সমাদ্দারের কন্ঠে শাস্ত্রীয় সংগীত সমবেত শ্রোতৃ মন্ডলীর প্রশংসা লাভ করে।
তবলায় শিল্পীকে সহযোগিতা করেন তরুণ তবলচি অভিপ্রিয় মুখার্জী। অপরাহ্ণে পন্ডিত সন্দীপ ভট্টাচার্য এবং তনুলা চক্রবর্তী ও সমীরণ বিশ্বাসের সঙ্গীতানুষ্ঠান এবং চিন্ময় পালের কত্থক নৃত্য, বোধিপ্রিয় মুখার্জীর তবলা বাদন, সিরাজ আলী খানের সরোদ,
অর্পণ বোসের ভায়োলিন এবং অনিরুদ্ধ দাসের মূকাভিনয়ের অনুষ্ঠান দরবারি ‘ধৈবত’ আয়োজিত সঙ্গীত সম্মেলনকে আকর্ষণীয় করে তোলে। সংস্কৃতিপ্রেমী শিক্ষক কমল কৃষ্ণ পাইকের সুচারু পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।