নাট্য কর্মশালা-র মাধ্যমে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করল মছলন্দপুর ইমন মাইম সেন্টার
নীরেশ ভৌমিক : নাট্য কর্মশালা-র মাধ্যমে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করল মছলন্দপুর ইমন মাইম সেন্টার। গত ১২জানুয়ারি ২০২৫ সংস্থার নিজস্ব উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হল একটি নাট্য কর্মশালা।
এদিন সকাল দশটা থেকে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করে ৭০ জন শিশু ও কিশোর। এদিনের কর্মশালায় শিশু-কিশোরদের নাটক মূকাভিনয় বিষয়ে পাঠদান করেন ধীরাজ হাওলাদার, অনুপ মল্লিক এবং জয়ন্ত সাহা।
কর্মশালার শুরুতেই সকলের এই সমাজের প্রতি কর্তব্য এবং তা নিয়ে স্বামী বিবেকানন্দের ভাবনা বিষয়ে আলোচনা করেন কর্মশালা প্রশিক্ষকেরা। এরপর শারীরিক কসরত এর মাধ্যমে কর্মশালার সূচনা হয়। নানারকম খেলার মজার মাধ্যমে মুকাভিনয়ের পাঠ দেন ধীরাজ হাওলাদার।
নাটকের নানা অঙ্গের ধারণা দেন অনুপ মল্লিক এবং জয়ন্ত সাহা। অংশগ্রহণকারীরা সকলেই প্রবল উৎসাহে নাট্য কর্মশালায় যোগ দিয়ে থিয়েটারের নানা অঙ্গের ধারণা গ্রহণ করে।
নাট্য কর্মশালা ছাড়াও এই বিশেষ দিনে ইমনের বন্ধুরা গোবরডাঙা কুঠিপাড়া শিশু উৎসবে মূকাভিনয় এবং বনগাঁ স্বামীজী স্পোর্টিং ক্লাবের বার্ষিক উৎসবে গীতিনৃত্যনাট্য “আলিবাবা” মঞ্চস্থ করেন। যেগুলি দর্শকদের মন জয় করে।