ঘোঁজা ‘শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির ২৫ তম রজতজয়ন্তী বর্ষে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন পালন

নীরেশ ভৌমিক : ঘোঁজা ‘শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি’র ২৫ তম রজতজয়ন্তী বর্ষের স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস পালন করা হল গত ১১ ই জানুয়ারি থেকে ১৩ ই জানুয়ারি পর্যন্ত।

এই উৎসবে প্রথমদিন বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যেমে উৎসবের সূচনাকরা হয়।যুবদিবস উপলক্ষে আলোচনা সভা,বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা সহো সেচ্ছায় রক্তদান শিবির,শিশু ও কিশোরদের বসে আঁকো প্রতিযোগিতা,

লোকনৃত্য, বিবেকানন্দ ভাবানুরাগী যুব সন্মেলন এবং শেষদিনে ছিলো বিকালে কবিতা বাসর অর্থাৎ গত ১৩ ই জানুয়ারি প্রায় ত্রিশ জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। স্ব-রচিত কবিতা পাঠ করেন নিমাই মন্ডল,মুকুল কৃষ্ণ ঢালী, রাজু সরকার, বিপুল বিশ্বাস, কালীচরণ সর্দার, প্রবীণ কবি

অনুপম দে ও আরো ২৫ জন মত কবি সাহিত্যিক সঞ্চালনা করেন আশ্রমের কর্ণধার গোপীনাথ বিশ্বাস,সকল গুণীজনদের ব্যাচ সহ সেবা সমিতির স্মরণিকা দেওয়া হয়, খুবই সুন্দর এই কবিতা বাসর হলো। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবীণ কবি শ্রী অনুপম দে ও বিশেষ অতিথি শ্রী সুভাষ রায় মহাশয়।

গাইঘাটা’র বুকে রামকৃষ্ণ পল্লীতে খুবই সুন্দর এই উৎসবে গ্ৰামের তথা অঞ্চলের সমস্ত মানুষ আনান্দ পেয়ে থাকে এবং এই শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি মানুষের জন্য নানা সামাজিক মূলক কাজ করে চলেছেন দীর্ঘ বছর ধরেই। ১৩ ই জানুয়ারি বিকালে তাঁরা গ্ৰামের দুঃস্থদের জন্য শাড়ী ও কম্বল বিতরণ করেছেন , এমনি ভাবে এগিয়ে চলেছেন তাঁরা মানুষের সেবায়।







