প্রতিষ্ঠা দিবসে শিশু মেলা ও নানা অনুষ্ঠান চাঁদপাড়ার ঢাকুরিয়া হাই স্কুলে

নীরেশ ভৌমিক: বিগত বছরের মত এবারও ২৪ জানুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিশুমেলা এবং সেইসঙ্গে মনোজ্ঞ নানা অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপাড়ার ঢাকুরিয়া হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ৭২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিদ্যালয়ের রূপকার প্রয়াত অশোক সেন স্মৃতি শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, ছিলেন সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও বিদ্যালয় প্রাক্তন ছাত্র বাপী দাস।

বিদ্যালয়ের কর্তৃপক্ষের আহ্বানে এদিন পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়া’গণও উপস্থিত হন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ অনুপম দে ও পরিচালন সমিতির সভাপতি কাজল ঘোষ আগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টি প্রদানে আপ্যায়িত করা হয়। মেলাকে ঘিরে শিশু শিক্ষার্থীদের মধ্যে বেশি উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। সুসজ্জিত বিদ্যালয় অঙ্গনে ছাত্র-ছাত্রীরা নানা পসরা সাজিয়ে বসে।

বিভিন্ন মনোহারী, হস্তশিল্প, পিঠে-পুলি, চপ, ঘুগনি, বেগুনি, ফুচকা, গল্পের বই, খাতা, পেন, বেলুন সহ নানা সামগ্রীর স্টলে ক্রেতাদের বেশ ভিড় চোখে পড়ে।বিদ্যালয়ের প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে ঢাকুরিয়া বালিকার ছাত্রীদের সমবেত দেশাত্মবোধক নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।

কালুপুর পাঁচপোতা স্কুলের শিক্ষার্থীদের সাঁওতালি নৃত্যের অনুষ্ঠান, ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সংগীতানুষ্ঠান, সেই সঙ্গে আয়োজক ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের সংগীত ও নৃত্যের অনুষ্ঠান উপস্থিত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর প্রশংসা লাভ করে।

মহাকুমা তথ্য-সংস্কৃতি দফতর থেকে আগত শিল্পীদের ঢাক ও শ্রী খোল বাদন সমবেত শ্রোতাদের মুগ্ধ করে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়া, অভিভাবক এবং এলাকার শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয়ের ৭২ তম হরেকৃষ্ণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত শিশু মেলা ও অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।







