গাইঘাটার সিংজোল রাধা গোবিন্দ মন্দিরে রক্তদান, স্বাস্থ্য শিবির ও নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক: বিগত বছর গুলির মতো এবারও সিংজোল রাধা গোবিন্দ মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে কিশোর সংঘের খেলার মাঠে স্বেচ্ছা রক্তদান, বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির ও মনোজ্ঞ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত রক্তদান শিবিরে ৭৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক’গণ বিনা পারিশ্রমিকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন, বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।

এদিন সন্ধ্যায় পরিবেশিত পদাবলী সম্রাট অধ্যাপক সুমন ভট্টাচার্যের কন্ঠের পদাবলী কীর্তন সমবেত শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে। সুসজ্জিত মন্দির প্রাঙ্গনে ভাগবত পাঠ ও বাউল সংগীতানুষ্ঠান ধর্মপ্রাণ গ্রামবাসী’গণের উচ্চসিত প্রশংসা লাভ করে।

অন্যতম সংগঠক অভিজিৎ মজুমদার ও পলাশ দত্ত জানান, ৫ দিনব্যাপী আয়োজিত অন্যান্য উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে গঙ্গা বরণ ও অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন, রাসলীলা, মহাপ্রসাদ বিতরণ। ২৭ জানুয়ারি উৎসবের শেষ দিনে রয়েছে স্টার জলসার সুপার সিঙ্গার অনুরাধা গোস্বামীর ভক্তিমূলক গানের অনুষ্ঠান।

গ্রামের প্রাণকেন্দ্র রাধাগোবিন্দ মন্দির অঙ্গনে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানকে ঘিরে এলাকার ধর্মপ্রাণ ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের মধ্যে উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। অন্যতম সংগঠক অভিজিৎ মজুমদার জানান, আয়োজিত অনুষ্ঠানকে সার্থক করে তুলতে গ্রামবাসী গনের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের মানুষজনও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।








