বনগাঁয় মহাসমারোহে অনুষ্ঠিত হলো পেনশনার্স অ্যাসোসিয়েশনের মহাকুমা সম্মেলন
নীরেশ ভৌমিক: অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্ষিয়ান বিমল বাগচি কর্তৃক সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে গত ১৯ জানুয়ারি সকালে বনগাঁ হাই স্কুলের ঐতিহ্যবাহী লাল বাড়ির গঙ্গা চরণ চট্টোপাধ্যায় স্মৃতি মঞ্চে শুরু হয় ওয়েস্ট বেঙ্গল গভঃ পেনশনার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ শাখার ৩২ তম বার্ষিক সম্মেলন।

জন্ম মাসে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস। দেশাত্মবোধক গান গেয়ে শোনান বিদিশা বসু। স্বাগত ভাষণে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সভাপতি কৃষ্ণপদ দাস।

সমিতির সভাপতি কৃষ্ণপদ দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক রামপ্রসাদ সাধুখাঁ, বাগদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিতোষ সাহা, গোপালনগর ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান উষা কান্তি পাল, বনগাঁ হাইস্কুলের প্রধান শিক্ষক কুনাল দে, প্রবীণ নেতৃত্ব চঞ্চল রায় চৌধুরী, সুবিনয় দাস, প্রণব রায়, তড়িতাভ দাশগুপ্ত, বাসন্তী মজুমদার, ব্যাংক কর্মী গোপাল কর্মকার ও পেনশন দপ্তরের দায়িত্বশীল কর্মী অর্ধেন্দু রায় প্রমূখ।

শ্রী রায় ও অর্ধেন্দু বাবু অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পাওয়ার ব্যাপারে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন। প্রধান শিক্ষক কুনাল বাবু পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের আগামী দিনেও এখানে সম্মেলন করার আহ্বান জানান।

অর্ধেন্দু বাবু সকল অবসরপ্রাপ্ত কর্মীদের এই সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান।সংগঠনের সম্পাদক বিমল কান্তি বসু সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। বিগত আর্থিক বর্ষের আয়-ব্যয়ের হিসেব পেশ করেন কোষাধ্যক্ষ অজিত বিশ্বাস।

সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন হেলেঞ্চা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নকুল চন্দ্র হীরা। সম্পাদক বিমল বাবুর পেশ করা নতুন কমিটির সদস্যদের নামের তালিকা সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়। পরিশেষে সম্মেলনে আগত প্রতিনিধি’গণের সমবেত কন্ঠে গাওয়া জাতীয় সংগীতের মধ্য দিয়ে বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘটে।








