আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

রাজ্য

গাইঘাটা ব্লকের পাঁচ পোতা বাজারের সমবায় সমিতি এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নেতাজি উৎসব

গাইঘাটা ব্লকের পাঁচ পোতা বাজারের সমবায় সমিতি এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নেতাজি উৎসব। পরিচালনা করেন আ-ম-রা নামক সংস্থা। এখানে সমবায় সমিতি এর প্রথম উদ্যোগ গ্রহণ কারি একমাত্র জীবিত সদস্য ভগিরথ সরকার মহাশয় কে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ওনাকে দিয় ই পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

সারাদিন ধরে নানা অনুষ্ঠান এর মাধ্যমে নেতাজি কে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় সমিতি এর পরিচালন সমিতির কর্মকর্তাগন। বিশেষ আকর্ষণ ছিল চিত্রপরিচালক রাজ ব্যানার্জী। ওনার পুরস্কার প্রাপ্ত সিনেমা “পাড়” দর্শন এর ব্যবস্থা ছিল। ম্যাজিক শো এবং শ্রুতি নাটক ও হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোবিন্দ বিশ্বাস পিন্টু সমাদ্দার শক্তি মিশ্র, শুভ্রজিত বিশ্বাস প্র মুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *