ঢাকুরিয়া হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নীরেশ ভৌমিক: বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালের ছাত্র ও বর্ষিয়ান আইনজীবী সুকমলেন্দু সাহা কর্তৃক মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি মহাসমারোহে শুরু হয় চাঁদপাড়ার ঢাকুরিয়া হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি কাজল ঘোষ, অবসরপ্রাপ্ত সহ প্রধান চম্পক সরকার, শিক্ষাকর্মী হরেকৃষ্ণ চক্রবর্তী প্রমূখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ অনুপম দে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

শ্রেণীতে ১ম, ২য়, ৩য় স্থানাধিকারী শিক্ষার্থী ও মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সেরা ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয়ের সেরা পড়ুয়া এবং তার অভিভাবককেও বিশেষ পুরস্কারে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট আইনজীবী শ্রী সাহা তার পিতা-মাতার স্মৃতিতে সেরা শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদানের জন্য ১ লক্ষ টাকা প্রদানের কথা ঘোষণা করেন। উপস্থিত সকলে তাকে করতালিতে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। সবশেষে পরিবেশিত গীতিনাট্য ভূষন্ডির মাঠে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের মনোরঞ্জন করে। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে বিদ্যালয় আয়োজিত এ দিনের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।








