প্রজাতন্ত্র দিবস উদযাপনে দিল্লীর লালকেল্লায় আমন্ত্রণ পেলেন উত্তর ২৪ পরগনার হেলেঞ্চার ছাত্র সুদীপ সরকার

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রজাতন্ত্র দিবসে দিল্লির বিশেষ অতিথি হেলেঞ্চার সুদীপ জাতীয় সেবা প্রকল্পের (NSS) দক্ষতা ও সমাজসেবার প্রতি দায়িত্বশীলতার নিদর্শন রেখে প্রজাতন্ত্র দিবস উদযাপনে দিল্লীর লালকেল্লায় বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন উত্তর ২৪ পরগনার হেলেঞ্চার ছাত্র সুদীপ সরকার। সে ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্র। কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস বলেন, “এটি শুধু আমাদের কলেজ নয়, গোটা জেলার জন্য গর্বের বিষয়। আমাদের লক্ষ্য শুধুমাত্র শিক্ষাদান নয়, বরং ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা। সুদীপের এই অর্জন সেই প্রচেষ্টারই সার্থকতা।”কেন্দ্রীয় সরকারের যুবকল্যাণ মন্ত্রকের উদ্যোগে রাজ্যের আটটি কলেজ থেকে আটজন NSS সদস্যকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।

তাঁদের মধ্যে সুদীপ উত্তর ২৪ পরগনার একমাত্র প্রতিনিধি।সুদীপের সাফল্যের পেছনে কলেজের NSS ইউনিটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাদের নেতৃত্বে সুদীপ এবং কলেজের অন্যান্য শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক প্রকল্পে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্বচ্ছতাই সেবা, দিওয়ালী উইথ মাই ভারত, মাই ভারত আউটরিচ প্রোগ্রাম সহ বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার সচেতনতা অভিযান, এবং স্থানীয় গ্রামীণ এলাকায় বিভিন্ন সচেতনতা প্রকল্প।সুদীপ বলেন, “এই সম্মান শুধুমাত্র আমার নয়, এটি আমাদের NSS ইউনিট এবং কলেজের সম্মান। লালকেল্লায় বসে সাধারণতন্ত্র দিবস উদযাপন করা জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা হতে চলেছে। এটি আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। আমি বিশেষভাবে কৃতজ্ঞ অধ্যক্ষ স্যার এবং কলেজের NSS PO কৌশিক স্যারের কাছে ।”ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের NSS ইউনিটের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার কৌশিক সাউ বলেন, “আমাদের ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা চাই তারা সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুক।”







