মথুরাপুরে ইফকোর কৃষক সভা

নীরেন জৌমিক : ভারত বর্ষের প্রাচীন সমবায় সমিতি ও সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ এর (IFFCO) উদ্যোগে এক কৃষক সভা অনুষ্ঠিত হল গত ৭ ফেব্রুয়ারী দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর-২ ব্লকের মাইটিরগিরি গ্রামে। সভায় এলেকার ৪৬ জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন। সমবেত কৃষকদের সামনে ইফাকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের গুনাগুন এবং সেই সঙ্গে উক্ত সারের ব্যবহারের বিষয়ে বিশদে আলোচনা করেন ইফাকোর জেলার ফিল্ড ম্যানেজার বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা।

সভায় ন্যানো ছাড়াও ইফাকোর অত্যন্ত প্রয়োজনীয় সার সাগরিকা, বায়ো ফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ এবং বিভিন্ন কীটনাশকের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন মিঃ রীতেশ ঝা। এদিনের কৃষক সভায় উপস্থিত কৃষকদের মধ্যে অনুষ্ঠিত সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।







