ভবানীপুর জি,এস, এফ,পি স্কুলে অনুষ্ঠিত হল বাগদা পশ্চিম চক্রের আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ভবানীপুর জি,এস, এফ,পি স্কুলে অনুষ্ঠিত হল বাগদা পশ্চিম চক্রের আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,

ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, উক্ত বিদ্যালয়ের অন্যতম শিক্ষক অনুপ কুমার বিশ্বাস, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিনয় কৃষ্ণ মহন্ত, বাগদা পশ্চিম চক্রের কোর্ডিনেটর রঞ্জিত বিশ্বাস, শিক্ষক, ভবানীপুর জি.এস.এফ.পি. স্কুল, চক্র যুগ্ম কোর্ডিনেটর প্রধান শিক্ষক ভাস্কর বিশ্বাস, চক্র কনভেনার তপন কুমার সাহা,

প্রধান শিক্ষক ধনঞ্জয় বিশ্বাস, প্রধান শিক্ষক সুবল বিশ্বাস, প্রধান শিক্ষক সুশীল সাধু খাঁ, বাগদা পশ্চিম চক্রের ক্রীড়া সংসদের দুই জন সভাপতি সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা গণ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিনয় মহন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন,

কনিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি গীতু সরকার, তিনিই জাতীয় পতাকা উত্তোলন করেন, সঙ্গে উপস্থিত ছিলেন কনিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের কনভেনার প্রধান শিক্ষক রাজু মন্ডল।

ভবানীপুর জি এস এফ পি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক নিজ স্কুলের পতাকা উত্তোলন করেন, স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি প্রণব সরকার প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালী, কনিয়াড়া-২

এছাড়াও যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যমন্ডিত হয়ে উঠে তাঁদের মধ্যে রয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী পরিমল বিশ্বাস, সহকারী শিক্ষক বিকাশ মন্ডল, মাধুরী সরকার, রঞ্জিত বিশ্বাস ও সম্রাট মজুমদার।

অনুষ্ঠানে মোট একশত তিন জন ছাত্র ছাত্রী এবং একাত্তর জন অভিভাবিকা ২৭ টি ইভেন্টে অংশ গ্রহন করেন, স্কুলে মধ্যাহ্ন ভোজনে ২২৭ জন অংশ নেন, ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠের অন্যতম সম্মানিত শিক্ষক অনুপ কুমার বিশ্বাস মজার মজার ম্যাজিক দেখিয়ে সকলকে আনন্দ দেন।

শেষের দিকে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পরেই পুরস্কার বিতরণ শেষে ভবানীপুর জি এস এফ পি স্কুলের প্রথম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।







