অনুষ্ঠিত হল বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস প্যারাটিচার, শিক্ষা কর্মী ও শিক্ষা সহায়ক সমিতির সভা

নীরেশ ভৌমিক, বনগাঁ : গত ৫ই ফেব্রুয়ারী বুধবার ২০২৫ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস দলীয় অফিসে অনুষ্ঠিত হল বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস প্যারাটিচার, শিক্ষা কর্মী ও শিক্ষা সহায়ক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি মাননীয় নাজিমুদ্দিন মন্ডল, সভায় সর্বস্মতিক্রমে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

সহ সভাপতি: নিলয় দাস, কার্যকরী সভাপতি : বরেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক: শুভঙ্কর মন্ডল, সহ সম্পাদিকা: শংকরী সরকার, কোষাধ্যক্ষ : সুকুমার দেবনাথ, জেলা কমিটির সম্মানীয় সদস্য গণ গৌতম মজুমদার, কৃষ্ণপদ মল্লিক, প্রণব রায়, সুদীপ গাঙ্গুলী, লক্ষী দাস দেবনাথ, রফিকুল ইসলাম, সুব্রত চৌধুরী এছাড়া স্বরূপনগর বিধানসভা সভাপতি: আমীর আলী মোল্লা, গাইঘাটা বিধানসভা সভাপতি : ভজহরি মন্ডল, বনগাঁ উত্তর বিধান সভা সভাপতি: পঙ্কজ রায়, বনগাঁ দক্ষিণ বিধানসভা সভাপতি: নারদ বিশ্বাস ও বিষ্ণুপদ বিশ্বাস। বাগদা বিধানসভার সভাপতি এর নাম ও শিক্ষা বন্ধু এসএসকে,এম টিচার দের নাম পরে জানাবেন জেলা সভাপতি।

এ দিন এর সভায় প্যারাটিচারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নতুন জেলা কমিটির সভাপতি কে সভায় বরণ করেন সকলে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে প্যারা টিচারদের বেতন বৃদ্ধির আবেদন করেন সভা থেকে মাননীয় জেলা সভাপতি নাজিমুদ্দিন মন্ডল মহাশয়। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস দলীয় অফিসে সভা করার অনুমতি দেয়ার জন্য মাননীয় বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস দলীয় সম্মানীয় সভাপতি বিশ্বজিৎ দাস মহাশয় কে ধন্যবাদ জানান প্যারা টিচর বর্ষীয়ান নেতা মলয় মন্ডল।







