আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

গাইঘাটার ডেওপুল অগ্রগামীর বার্ষিক উৎসবে নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতা

নীরেশ ভৌমিক: বিগত বছর গুলির মত এবারও বার্ষিক উৎসব উপলক্ষে স্বেচ্ছা রক্তদান নাট্যানুষ্ঠান সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে গাইঘাটার ডেওপুল অগ্রগামী স্পোর্টিং ক্লাবের সদস্যগণ।

ক্লাব সভাপতি সুভাষ মহন্ত জানান, গত ৩ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী আয়োজিত বার্ষিক উৎসবের সূচনায় বাগ দেবীর আরাধনা এবং সন্ধ্যায় স্থানীয় শিল্পীগণ সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। দ্বিতীয় দিন ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

উৎসব উপলক্ষে আয়োজিত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও বসে আঁকো প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। ক্লাবের অন্যতম সদস্য সৌম্যদেব হালদার জানান, উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত

স্বেচ্ছা রক্তদান শিবিরে বনগ্রাম জীবন রতন ধর মহাকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ জি পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীগণ ৫১ জন রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। রক্ত দাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট।

তৃতীয় দিন সন্ধ্যায় এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের অধিকারী শিক্ষার্থী’গণকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন চাঁদপাড়ার আ্যক্টো নাট্য সংস্থা পরিবেশিত বিশিষ্ট শিক্ষক সুভাষ চক্রবর্তী নির্দেশিত মঞ্চ সফল নাটক ‘ছাচ ভাঙ্গার গান’ সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।

শেষ দিনে উৎসবের আলোকোজ্জ্বল মঞ্চে বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত বিচিত্রা অনুষ্ঠানে এলাকার অসংখ্য সংগীত প্রেমী মানুষজনের উপস্থিতি চোখে পড়ে। সবকিছু মিলিয়ে অগ্রগামী স্পোর্টিং ক্লাব আয়োজিত ২৫ তম বার্ষের বার্ষিক অনুষ্ঠান এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *