বাগদার ৭৫ জনকে কামড়ে জন রোসের শিকার এক পাগলা কুকুর

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক: জানা গেছে, বাগদা ব্লকের বাকসা, রামনগর ও ঝাউখালি গ্রামের ৭৫ জনকে কামড়ে সাম্প্রতিক রেকর্ড সৃষ্টি করে এই পাগলা কুকুরটি। এই পাগলা কুকুরের কামড়ে আহত ব্যাক্তিদের অনেকেই কলকাতা হসপিটালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। পরে জনরোসের শিকার হয় কুকুরটি।








