আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

আন্তর্জাতিকউৎসবজেলার খবরসভা ও সমাবেশ

হেলেঞ্চা আলোর দিশারীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : গতকাল সন্ধ্যায় ‘আলোর দিশারী’ নামক সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে হেলেঞ্চা বাজারে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

এদিন হেলেঞ্চা বাজার থেকে দত্তফুলিয়া, বয়রা এবং বনগাঁর রাস্তার দিকেগান-স্লোগানের মাধ্যমে পদযাত্রা করেন বেশ কিছু ভাষাপ্রেমী মানুষ। অবশেষে হেলেঞ্চার ত্রিকণ পার্কে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সকলে। সেখানে বেশ কিছুক্ষণ গানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

গানে গলা মিলিয়ে ছিলেন শক্তি দেবনাথ, শ্রাবণী তালুকদার, মানসী হালদার, রিমা স্বর্ণকার। উচ্চকণ্ঠে শহীদদের স্মরণে স্লোগান দেন রূপালী ঘোষ, রুপলিনা বিশ্বাস, আমিত সরকার, সোহন রায়, বাকি সকলেই তাদের সঙ্গে স্লোগানে গলা মেলায়।

এদিনের পদযাত্রায় বেশ কিছু বাচ্চা এবং মহিলারা উপস্থিত ছিলেন। এই ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বপন মন্ডল, হরিদাস বিশ্বাস, আকাশ বালা, আজিজুল ধাবক সহ আরো অনেকে। আলোর দিশারী’র সম্পাদক সুজল বৈদ্য বলেন,

“আমরা আজ আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যয় এ বছরও, ভাষা শহীদদের স্মরণের জন্য এই পদযাত্রায় এবং ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চাই প্রতিটা মানুষ তাদের ভাষার ইতিহাস জানুক এবং নিজে নিজে ভাষার প্রতি শ্রদ্ধাশীল হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *