আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরবিনোদনসাহিত্য ও সংস্কৃতি।

গানে গানে ভাষা শহীদ স্মরণ ঠাকুরনগর সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমীর

নীরেশ ভৌমিক : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ না ভোলা যায় না। তাইতো অন্যান্য বছরের মতো এবারও গানে গানে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানান ঠাকুরনগরের সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমীর সদস্য ও সংগীত শিল্পী’গণ।

গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে ঠাকুরনগরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঝর্না মন্ডলের বাসভবন প্রাঙ্গণে সংস্থার সদস্য ও তাদের অভিভাবক’গণ শ্বেত- শুভ্র পোশাকে উপস্থিত হন। সংস্কৃতিপ্রেমী বিদ্যুৎকান্তি মন্ডল ও সংগীত শিক্ষক পার্থ ঘোষ সকলকে স্বাগত জানান।

ওপার বাংলায় ১৯৫২ সালের মাতৃভাষা বাংলার স্বাধিকার রক্ষার আন্দোলনে নিহত রফিক, জব্বার, সালাম, বরকত প্রমূখ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত ছোট-বড় সংগীত শিক্ষার্থী ও শিল্পীগণ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। শিল্পীদের হারমোনিয়াম, তবলা সঙ্গতে সহযোগিতা করেন সংগীতজ্ঞ পার্থ ঘোষ ও মানিক বিশ্বাস।

সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মানস বিশ্বাস। শিল্পীদের সমবেত কন্ঠে গাওয়া ‘আমি বাংলায় গান গাই’ ও জীবনানন্দ দাসের ‘আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে’ সংগীতটি উপস্থিত সকল ভাষা ও সঙ্গীতপ্রেমী মানুষজনের প্রশংসা লাভ করে।

ভাষা প্রেমী বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমী আয়োজিত এদিনের ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *