কবি সাহিত্যিক নিমাই মন্ডলের বসত ভিটার শিবরাত্রি মহোৎসব

নীরেশ ভৌমিক : গত ২৬ শে মার্চ মহা শিবরাত্রি মহোৎসব হলো কবি সাহিত্যিক নিমাই মন্ডলের বসত ভিটার শিব মন্দির প্রাঙ্গণে (পাল্লা) শ্রীমন্তপুরে। সেই উপলক্ষে তিনি কবিতা বাসর করলেন, তাঁর ডাকে প্রায় ১৫ জনের বেশি কবি ও সাহিত্যিক সাড়া দিয়ে ছুঁটে গিয়েছিলেন

চাঁদপাড়া থেকে প্রায় ১০ কিলোমিটারের মত দূরের প্রান্ত গ্ৰামে।প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি’তে ফুল নিবেদন করেন সকল কবিগণরা এই প্রথম ঐ গ্ৰামে সাহিত্য উৎসব হলো মঞ্চে, আপ্লুত ও বিস্ময় চোখে তাঁরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্ৰামবাসিরা বসে ছিলেন।

প্রকাশ হলো সরসী ১৪৩১ সংখ্যা। তাঁর দীর্ঘ ৫৪ বছরের পত্রিকা ‘সরসী’ কবি সন্মেলন হলো এই প্রথম। স্ব- রচিত কবিতা পাড়েন তাপস তরফদারের, শংকর মল্লিক, কণিকা বৈরাগী, শ্যামল ব্যাপারী,

অমল মন্ডল স্বরচিত গীত করেন, গৌতাম মন্ডল, রাজু সরকার এবং গোপালনগরের বিশিষ্ট কবি ও সাহিত্যিক নীলাদ্রি বিশ্বাস দীর্ঘ বক্তব্য রাখেন সাহিত্যের গুরুত্ব ও কবিতা পড়েন ।

সঞ্চালনা করেন কবি সুজিত বালা এবং স্থানীয় ছাত্র ছাত্রী ও গ্ৰামবাসীদের দু একজন নানা কবিদের কবিতা পাঠ ও আবৃত্তি করেন। সকল কবিদের হাতে কলম,সরসী পত্রিকা ১৪২১ সংখ্যা সম্পাদক মহাশয়ের গল্পের বই ব্রজকানাই সহো মিষ্টি তুলে দেওয়া হয়।

খুবই সুন্দর ভাবে সাহিত্য বাসর হয় এবং সকল গ্ৰামবাসি’কে শিবরাত্রি উপলক্ষে খিচুরি ভোগ দেওয়া হলো। প্রতিবছর তাঁর বাড়ি পূজা হয়ে থাকে।








