শিবরাত্রি উপলক্ষে নানা অনুষ্ঠান গাইঘাটার মিশন তপোবনে

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মত এবারও শিব চতুর্দশী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে গাইঘাটার ডেওপুল গ্রামের মিশন তপোবন কর্তৃপক্ষ।

২৫ ফেব্রুয়ারি সকালে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সংগীত ও মিশনের ছাত্রীদের সমবেত নৃত্যানুষ্ঠান এবং মাতঙ্গিনী সম্প্রদায়ের মহিলা’গণ পরিবেশিত নাম সংকীর্তন এর মধ্য দিয়ে সূচনা হয় মিশন তপোবন আয়োজিত তিন দিনব্যাপী বিংশতি বর্ষের মহা শিবরাত্রি উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কীর্তন শিল্পী নারায়ণ চন্দ্র রায়, ধর্মপ্রাণ কার্তিক হাজরা, মিশন স্কুলের প্রধান শিক্ষিকা পম্পা রায়, ছিলেন মিশনের প্রাণপুরুষ সুভাষ মোহন্ত প্রমূখ। মধ্যাহ্নে অনুষ্ঠিত কবি সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী’গণ সহ উপস্থিত শিক্ষক, সাংবাদিক, শিল্পী সহ সমবেত গুণীজনদের স্বাগত জানান মিশনের কর্ণধার সুভাষ বাবু।

সকল বিশিষ্টজনদের মিশনের প্রথা মেনে ও নানা উপহারে বরণ করে নেওয়া হয়। কবি সম্মেলনের শুরুতে বিগত বছরে স্বরচিত কবিতা পাঠে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে শংসা ও মানপত্র সহ বিশেষ উপহারে ভূষিত করা হয়।

উৎসবের দ্বিতীয় দিন অঙ্কন ও যোগাসন সহ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনভর নানা কর্মসূচীর সূচনা হয়। মধ্যাহ্নে গুণীজন সংবর্ধনায় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি চোখে পড়ে। অপরাহ্নে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সরঞ্জাম প্রদান করা হয়।

সন্ধ্যায় বাউল সংগীত ছাড়াও ছিল মিশনের শিক্ষার্থীদের শিব কেন্দ্রিক নৃত্যানুষ্ঠান। রাতে মিশন অঙ্গনের শ্রী শ্রী ত্রিকালেশ্বর মন্দিরে সাড়ম্বরে শিব পূজন এবং পরদিন সকালে মন্দির অঙ্গনে মহাসমারোহে বিশ্বশান্তি মহাযজ্ঞানুষ্ঠানে বহু ভক্তজনের সমাগম ঘটে।

প্রতিদিন নানা অনুষ্ঠান ও অগণিত সংস্কৃতিপ্রেমী ও ধর্মপ্রাণ মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিশন তপোবন আয়োজিত ২০ তম বর্ষের মহা শিবরাত্রি উৎসব এলাকায় বেশ সাড়া ফেলে।








