গোবরডাঙ্গায় পৌর টাউনহলে সাড়ম্বরে শুরু হলো কথা প্রসঙ্গ নাট্যোৎসব

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার পৌর টাউনহলের সুসজ্জিত আলোকোজ্জ্বল মঞ্চে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহিলা ঢাকিদের ঢাক বাদনের মধ্য দিয়ে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে ৫ দিন ব্যাপী আয়োজিত কথা প্রসঙ্গ নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোবরডাঙ্গার সংস্কৃতিপ্রেমী পৌর প্রধান শঙ্কর দত্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যাভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অজিত সাহা, আশিস দাস, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমূখ। কথা প্রসঙ্গের কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিকাশ বিশ্বাস উপস্থিত সকলকে অভিনন্দন জানান।

সদস্য’গণ সকলকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে দীর্ঘ ২৫ বৎসর যাবৎ নাট্যচর্চা ও প্রসারে গোবরডাঙ্গার কথা প্রসঙ্গ নাট্যদল ও তার প্রাণপুরুষ বিকাশ বিশ্বাসের নিরলস প্রয়াসকে সাধুবাদ জানান।

উৎসব অঙ্গনে সুসজ্জিত তোরণ, পুস্তক ও চিত্র প্রদর্শনী সমবেত দর্শক সাধারনের নজর কাড়ে।সংস্থার রজত জয়ন্তী বর্ষে গোবরডাঙ্গা পৌরসভার সহযোগিতায় ৫ দিন ব্যাপী আয়োজিত নাট্য উৎসবের সূচনায় পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করে কলকাতার প্রাচ্য নাট্যদল।

বিশিষ্ট নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় পরিবেশিত সকলের ভালোলাগার নাটক ‘খেলাঘর’ সমবেত দর্শক মন্ডলীর উচ্ছসিত প্রশংসা লাভ করে। স্বনামধন্য অভিনেতা দেবশংকর হালদার ও প্রখ্যাত অভিনেত্রী চৈতি ঘোষালের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

নাটক শেষে গোবরডাঙ্গার টাউন হলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত প্রমথনাথ বসুর সুযোগ্য পুত্র মধু বসু প্রণীত ‘আমার জীবন’ পুস্তকটির আনুষ্ঠানিক প্রকাশ করেন প্রখ্যাত অভিনেতা দেবশংকর হালদার।

অন্যতম উদ্যোক্তা ডঃ সুনীল বিশ্বাস জানান, গোবরডাঙ্গা গবেষণা পরিষৎ এর উদ্যোগে সম্প্রতি মধু বাবুর এই বইটির পুনঃ মুদ্রন হয়েছে। দ্বিতীয় দিন কলকাতার শ্যামবাজার অন্যদেশ প্রযোজিত এবং তরুণ প্রধান নির্দেশিত কবিগুরুর মঞ্চ সফল নাটক ‘রক্তকরবী’ মঞ্চস্থ হয়।

সংস্থার অন্যতম সদস্য সুদীপ্ত ব্যানার্জী জানান তৃতীয় দিন পশ্চিম মেদিনীপুরের ষড়ভুজ মঞ্চস্থ করবে তাদের বলিষ্ঠ প্রযোজনা ‘ম্যাকবেথ’ এবং চতুর্থ দিনে মঞ্চস্থ হবে নৈহাটি নাট্য সমন্বয় সমিতির নাটক

সাংসদ অভিনেতা পার্থ ভৌমিকের অভিনয়ধন্য মজার নাটক ‘বসন্ত বিলাপ’ ও শেষ দিনে স্বপ্নচারীর নাটক ‘নটবর’ ও আয়োজক সংস্থা কথা প্রসঙ্গ প্রযোজিত ও বিকাশ বিশ্বাস নির্দেশিত মনোজ মিত্রের নাটক ‘গন্ধজালে’ মঞ্চস্থ হবে।








